পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > २ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 25th May না ! কিন্তু খানিক পরে গা হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো । বলে, “কি দিচ্ছিলে, এখন দাও । যখন সাধু সেজেছিল, তখন টাকা ছুতে পারে নাই। এখন চার আন দিলেও হয় । , “কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায়। পাঁচ বছরের বালকের স্ত্রীপুরুষ জ্ঞান নাই। তবু লোকশিক্ষায় জন্য সাবধান হতে হয়। [ শ্ৰীযুক্ত কেশবসেনের দ্বারা লোকশিক্ষা হ’ল না কেন । ] শ্ৰীযুক্ত কেশব সেন কামিনীকাঞ্চনের ভিতর ছিলেন ।—তাই লোকশিক্ষার ব্যাঘাত হইল । ঠাকুর এই কথা বলিতেছেন। স্ত্রীরামকৃষ্ণ । ইনি ( কেশব )—বুঝেচে ? বিজয় । আজ্ঞা, হা । শ্রীরামকৃষ্ণ । এদিক ওদিক দুই রাখতে গিয়ে তেমন কিছু পারলেন না। [ শ্রীচৈতন্যদেব কেন সংসার ত্যাগ করিলেন । ] বিজয় । চৈতন্যদেব নিত্যানন্দকে বল্লেন, ‘নিতাই, আমি যদি ংসার ত্যাগ না করি, তা হলে লোকের ভাল হবে না । সকলেই আমার দেখাদেখি সংসার কত্তে চাইবে ।—কামিনীকাঞ্চন ত্যাগ করে, হরিপাদপদ্মে সমস্ত মন দিতে কেহ চেষ্টা করবে না । শ্রীরামকৃষ্ণ । চৈতন্যদেব লোকশিক্ষার জন্য সংসার ত্যাগ করলেন । “সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনীকাঞ্চন ত্যাগ করবে। আবার নিলিপ্ত হলেও লোকশিক্ষার জন্য কাছে কামিনীকাঞ্চন রাখবে না । ন্যাসী—সন্ন্যাসী—জগদগুরু !—তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে । সন্ধ্য আগতপ্রায় । ভক্তেরা ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। বিজয় কেদারকে বলিতেছেন—‘আজ সকালে ( ধ্যানের সময় ) আপনাকে দেখেছিলাম ; —গায়ে হাত দিতে যাই—কেউ নাই ! খ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, ত্রয়োদশ খণ্ড, জন্মোৎসব-দিবসে ভক্তসঙ্গে কীৰ্ত্তনানন্দ-কথা সমাপ্ত । 1-_ _ _ _ _