পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । e চতুশ্ৰ ভাগ—চতুর্দশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে স্বরেন্দ্র, ভবনাথ, রাখাল, লাটু, মাষ্টার, অধর প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । শ্ৰীযুক্ত বাবুরাম, রাখাল, লাটু, নিরঞ্জন, নরেন্দ্র প্রভৃতির চরিত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে নিজের ঘরে ভক্তসঙ্গে বসিয়া আছেন । সন্ধ্যা হইয়াছে, তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন । ঘরে রাখাল, অধর, মাষ্টার, আরও দু এক জন ভক্ত আছেন। আজ শুক্রবার—জ্যৈষ্ঠকৃষ্ণাদ্বাদশী । পাঁচ দিন পরে রথযাত্রা হইবে । কিয়ৎক্ষণ পরে ঠাকুরবাড়ীতে আরতি আরম্ভ হইল। অধর আরতি দেখিতে গেলেন। ঠাকুর মণির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মণির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন। শ্রীরামকৃষ্ণ । আচ্ছ, বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে ? “বাবুরামকে বল্লাম, তুই লোকশিক্ষার জন্য পড়, সীতার উদ্ধারের পর বিভীষণ রাজ্য করতে রাজী হ’লে না। রাম বল্লেন, তুমি মূখদের শিক্ষার জন্য রাজ্য করে । না হ’লে তারা বলবে, বিভীষণ রামের সেবা করেছে তার কি লাভ হ’লে ?—রাজ্যলাভ দেখলে, খুলী হবে। “তোমায় বলি, সে দিন দেখলাম—বাবুরাম, ভবনাথ আর হরিশ এদের প্রকৃতিভাব । * - “বাবুরামকে দেখলাম—দেবীমূৰ্ত্তি। গলায় হার । সখী সঙ্গে। ও স্বপ্নে কি পেয়েছে,ওর দেহ শুদ্ধ। একটু কিছু করলেই ওর হয়ে যাবে। “কি জানো দেহ রক্ষার অসুবিধা হ’চ্ছে । ও এসে থাকলে ভাল হয় । এদের স্বভাব সব এক রকম হ’য়ে যাচ্ছে । নোটো (লাটু ) চড়েই রয়েছে ( সৰ্ব্বদা ভাবেতে রয়েছে ) । ক্রমে লীন হ’বার যো ! “রাখালের এমনি স্বভাব হ’য়ে দাড়াচ্চে যে, তাকে আমার জল দিতে হয় ! ( আমার ) সেবা করতে বড় পারে না । b"