পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মাষ্টারের প্রতি নানা উপদেশ । ১১৫ বাকি আছে । সেটুকু হয়ে গেলেই শান্তি—তখন তোমায় ছেড়ে দেবে। হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না । সম্পূর্ণ সারলে তবে ছাড়ে ! “ভক্ত এখানে ক্ষার আসেন—দুই থাক। এক থাক বলছে, ‘আমায় উদ্ধার করে ! হে ঈশ্বর !" আর এক থাক, তার অন্তরঙ্গ, তারা ও কথা বলে না। তাদের দুটা জিনিস জানলেই হলো ;–প্রথম, আমি (শ্রীরামকৃষ্ণ) কে ? তার পর, তার কে—আমার সঙ্গে সম্বন্ধ কি ? “তুমি এই শেষ থাকের । তা না হ’লে এতে সব করে ক্ষু ফু নিরেন্দ্র, রাখাল, নিরঞ্জনের পুরুষ-ভাব। বাবুরাম, ভবনাথের প্রকৃতি-ভাব। ] “ভবনাথ, বাবুরাম এদের প্রকৃতি-ভাব। হরীশ মেয়ের কাপড় পরে শোয়। বাবুরামও বলেছে, ওই ভাবটা ভাল লাগে । তবেই মিললো । ভবনাথেরও ঐ । নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, এদের ব্যাটা ছেলের ভব। [ হাত ভাঙ্গার মানে । সিদ্ধাই ( Miracles ) ও শ্রীরামকৃষ্ণ । ] “আচ্ছা, হাত ভাঙ্গার মানেটা কি ? আগে এক বার ভাবাবস্থায় দাত ভেঙ্গে গিছলো; এবার ভাবাবস্থায় হাত ভাঙ্গলো। মণি চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর নিজেই বলিতেছেন— “হাত ভেঙ্গেছে-—সব অহঙ্কার নিৰ্ম্মল করবার জন্য ! এখন আর ভিতরে আমি খুঁজে পাচ্ছি না। খুজতে গিয়ে দেখি, তিনি রয়েছেন। অহঙ্কার একবারে না গেলে তাকে পাবার যো নাই ! “চাতকের ছাখে, মাটীতে বাসা, কিন্তু কত উপরে উঠে ! “আচ্ছ, কাপ্তেন বলে, মাছ খাও বোলে তোমার সিদ্ধাই হয় নাই । “এক এক বার গা কাপে পাছে ঐ সব শক্তি এসে পড়ে। এখন যদি সিদ্ধাই হয়, এখানে ডাক্তারখানা হাসপাতাল হ’য়ে পড়বে। লোক এসে বলবে, ‘আমার অসুখ ভাল করে দাও ! সিদ্ধাই কি ভাল ? মাষ্টার। আজ্ঞ, না। আপনি তো বলেছেন, অষ্ট সিদ্ধির মধ্যে একটা থাকলে ভগবানকে পাওয়া যায় না । শ্রীরামকৃষ্ণ । ঠিক বলেছ! যারা হীনবুদ্ধি, তারাই সিদ্ধাই চায়। । “যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে, সে আর খাতির পায় না । সে লোককে এক গাড়ীতে চড়তে দেয় না ;– আর যদি