পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> २० শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। [ 1884, 3rd July. [ পূর্বকথা—ঠাকুরের জন্মভূমি দর্শন ক্ষু ১৮৮০–ফুলুই শামবাজারের তাতী বৈষ্ণবদের অহঙ্কার । সমন্বয় উপদেশ । ] “নিজের নিজের মত ল'য়ে আবার অহঙ্কার কত ! ও দেশে, শ্যামবাজার এই সব জায়গায়, তাতীরা আছে। অনেকে বৈষ্ণব, তাদের লম্বা লম্বা কথা। বলে, ইনি কোন বিষ্ণু মানেন ? পাত বিষ্ণু ! (অর্থাৎ যিনি পালন করেন।)—ও আমরা ছুই না ! কোন শিব ?—আমরা আত্মারাম শিব, আত্মারামেশ্বর শিব, মানি । কেউ বলছে, ‘তোমরা বুঝিয়ে দেও না, কোন হরি মান । তাতে কেউ বলছে—‘না, আমরা আর কেন, ঐখান থেকেই হোক।’ এ দিকে তাত বোনে আবার এই সব লম্বা লম্ব কথা ! [ লালাবাবুর রাণী কাত্যায়নীর মো-সাহেব রতির মার গোড়ামী । ] “রতির মা রাণী কাত্যায়নীর মো-সাহেব ;—বৈষ্ণবচরণের দলের লোক, গোড়া বৈষ্ণবী । এখানে খুব আস যাওয়া ক’রতে । ভক্তি দ্যাখে কে ! যাই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে, অমনি পালালো ! “চ্ছে সনমন্ত্রক্স ক’রেছে, সেই-ই লোক। অনেকেই একঘেয়ে। আমি কিন্তু দেখি—সব এক। শাক্ত,বৈষ্ণব,বেদান্ত,মত সবই সেই এককে ল’য়ে । যিনিই নিরাকার,তিনিই সাকার, তারই নানা রূপ । ‘নিগুণ মেরা বাপ, সগুণ মাহতারি, কারে নিন্দো কারে বন্দো, দোনে পাল্লা ভারী।” “বেদে যার কথা আছে, তন্ত্রে তারই কথা, পুরাণেও তারই কথা । সেই এক সচিদালন্দের কথা। র্যারই নিত্য, তারই লীলা । “বেদে বলেছে, ওঁ সচ্চিদানন্দং ব্রহ্ম। তন্ত্রে বলেছে, ওঁ সচ্চিদানন্দঃ শিবঃ—শিবঃ কেবলঃ,—কেবলঃ শিবঃ । পুরাণে বলেছে, ও সচ্চিদানন্দঃ কৃষ্ণঃ । সেই এক সচ্চিদানন্দের কথাই বেদ পুরাণ তন্ত্রে আছে। আর বৈষ্ণবশাস্ত্রেও আছে,—কৃষ্ণই কালী হয়েছিলেন । • ক্রীরামকৃষ্ণ শেষবার জন্মভূমি দৰ্শন-সময়ে ১৮৮০ খৃঃ ফুলুই শু্যামবাজারে হৃদয়ের সঙ্গে শুভাগমন করিয়া নটবর গোস্বামী, ঈশানমল্পিক প্রভৃতি ভক্তগণের সহিত সঙ্কীৰ্ত্তন করেন ।