পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা বলরামমন্দিরে-পুনর্যাত্রাদিবসে ভক্তসঙ্গে। ১২৯ আছেন। শ্রীরামকৃষ্ণ মাষ্টারকে বলিতেছেন, “তোমরা একটা কেউ খোচা দেওনা”—অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা কর । । রামদয়াল ( শশধরের প্রতি )—“ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে, সে কল্পনা কে করেন ?” পণ্ডিত—“ব্রহ্ম নিজে করেন,— মানুষের কল্পনা নয়।” প্রতাপ—“কেন রূপ কল্পনা করেন ?” শ্রীরামকৃষ্ণ । কেন ? তিনি কারু সঙ্গে পরামর্শ করে কাজ করেন না। তার খুসি, তিনি ইচ্ছাময়! কেন তিনি করেন, এ খপরে আমাদের কাজ কি ? বাগানে আম খেতে এসেছ, আম খাও ;—কটা গাছ, ক হাজার ডাল,কত লক্ষ পাতা,—এসব হিসাবে কাজ কি ? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না । প্রতাপ—“ত হ’লে আর বিচার করব না ?” শ্রীরামকৃষ্ণ—"বৃথা তর্ক বিচার করবে না। তবে সদসৎ বিচার করবে, —কোনটা নিত্য, কোনটা অনিত্য । যেমন কামক্রোধাদির বা শোকের সময় ।” পণ্ডিত—“ও আলাদা। ওকে বিবেকাত্মক বিচার বলে ।” শ্রীরামকৃষ্ণ । হা, সদসৎ বিচার । ( সকলে চুপ করিয়া আছেন। ) শ্রীরামকৃষ্ণ ( পণ্ডিতের প্রতি ) । আগে বড় বড় লোক আস্ত । পণ্ডিত—“কি, বড় মানুষ ?” শ্রীরামকৃষ্ণ—“না, বড় বড় পণ্ডিত ।” ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের দ্রুতালার বারাণ্ডার উপর আন হইয়াছে । শ্ৰীশ্ৰীজগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় স্থশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোন আড়ম্বর নাই। বাহিরের লোকে জানেও না যে, বাড়ীতে রথ হইতেছে। এইবার ঠাকুর ভক্তসঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ঐ বারাণ্ডাতেই রথ টানা হইবে । ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন। পরে গান ধরিলেন—‘নদে টলমল টল মল করে,গৌরপ্রেমের হিল্লোলে।” গান—য়াদের হরি বলিতে নয়ন ঝরে,তারা তারা দুভাই এসেছে রে ! চাকুৱ ৰত্য কৱিতেছেন । ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীৰ্ত্তনীয় বৈষ্ণবচরণ, সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগ দান করিয়াছেন। ని