পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। পঞ্চবটমূলে লাটু, মাষ্টার প্রভৃতি ভক্তসঙ্গে। ১৩৯ স্ত্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) ৷ তোমার ঐটে ভার রইল । বাবুরামকে বলবে, রাখাল গেলে দুই এক দিন মাঝে মাঝে এসে থাকবে। তা না হলে আমার মন ভারী খারাপ হবে। . মাষ্টার। যে আজ্ঞা, আমি বোলবো । সরল হইলে, ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, বাবুরাম সরল কি না । [ ঝাউতলা ও পঞ্চবটীতে শ্রীরামকৃষ্ণের সুন্দর রূপ দর্শন । ] ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণাস্ত হইয়া আসিতেছেন। মাষ্টার ও লাটু পঞ্চবটতলায় দাড়াইয়া উত্তরাস্ত হইয়া দেখিতেছেন। ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবীজলে প্রতিবিম্বিত হইয়াছে—তাহাতে গঙ্গাজল কৃষ্ণবর্ণ দেখাইতেছে। ঠাকুর আসিতেছেন–যেন সাক্ষাৎ ভগবান্ দেহ ধারণ করিয়া মৰ্ত্ত্যলোকে ভক্তের জন্য কলুষবিনাশিনী হরিপাদাম্বুজসস্তৃত৷ সুরধুনীর তীরে বিচরণ করিতেছেন! সাক্ষাৎ তিনি উপস্থিত!—তাই কি বৃক্ষ, লতা, গুল্ম, উদ্যানপথ, দেবালয়, ঠাকুরপ্রতিমা, সেবকগণ, দৌবারিকগণ, প্রত্যেক ধূলিকণা, এত মধুর হইতেছে ! তৃতীয় পরিচ্ছেদ । [ নবাই চৈতন্য, নরেন্দ্র, বাবুরাম, লাটু, মণি, রাখাল, নিরঞ্জন, অধর । ] ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। বলরাম আম্র আনিয়াছিলেন। ঠাকুর শ্রীযুক্ত রাম চাটুয্যেকে বলিতেছেন—তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও । ঘরে শ্ৰীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন। তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন । উত্তরের লম্বা বারাণ্ডায় ঠাকুর হাজরার সহিত কথা কহিতেছেন। ব্রহ্মচারী হরিতাল-ভস্ম ঠাকুরের জন্থ" দিয়াছেন।—সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ । ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে—লোকটা ঠিক ।