পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8२ d ঐশ্রীরামকৃষ্ণকথামৃত । [1884, 3rd August. বুঝিয়ে দিবেন—সব পথের খবর বলে দিবেন। ঈশ্বরের উপর ভালবাসা এলেই হোলো—নান বিচারের দরকার নাই । আম খেতে এয়েছ, আম খাও ; কত ডাল, কত পাতা, এ সবের হিসাবের দরকার নাই। হনুমানের ভাব—“আমি বার তিথি নক্ষত্র জানি না,—এক রাম চিন্তা করি ” [ সংসারত্যাগ ও ঈশ্বরলাভ । ভক্তের সঞ্চয় না যদৃচ্ছালাভ ? ] মণি । এখন এরূপ ইচ্ছা হয় যে, কৰ্ম্ম খুব কমে যায়,—আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রীরামকৃষ্ণ । আহা ! তা হবে বৈ কি ! শ্রীরামকৃষ্ণ । কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে । মণি । আজ্ঞা, কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই । শ্রীরামকৃষ্ণ । হুঁ, তা বটে। কিন্তু হয় তো তুমি (সংসার) চেয়েছিলে। “কৃষ্ণ শ্ৰীমতীর হৃদয়েই ছিলেন, কিন্তু ইচ্ছা হলো, তাই মানুষরূপে লীলা । এখন প্রার্থনা করে, যাতে এ সব কমে যায়। “আর মন থেকে ত্যাগ হলেই হলো । মণি । সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না। উচু থাকের জন্য একেবারেই ত্যাগ—মনের ত্যাগ ও বাহিরে ত্যাগ । ঠাকুর চুপ করিয়া আছেন –আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ । বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে ? মণি । আজ্ঞা, হা। শ্রীরামকৃষ্ণ । বৈরাগ্য মানে কি বল দেখি ? মণি। বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়। ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ । শ্রীরামকৃষ্ণ । হঁ, ঠিক বলেছ। “সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগুনোর জন্য অতো ভেবে না। মৃদুচছ লাভ—এই ভালো। সঞ্চন্ত্রের জন্ম অতে। ভেবে না। যারা তাকে মনপ্রাণ সমর্পণ করে—যারা তার ভক্ত, শরণাগত,—তার ও সব অতো ভাবে না । যত্র আয়—তত্র ব্যয় । এক দিক থেকে টাকা আসে, আর এক দিক থেকে খরচ হয়ে যায় । । હિન્ન নাম যদৃচ্ছালাভ। গীতায় আছে। [ শ্ৰীযুক্ত হরিপদ, রাখাল, বাবুরাম, অধর প্রভৃতির কথা । ] ঠাকুর হরিপদর কথা কহিতেছেন।–“হরিপদ সেদিন এসেছিল।