পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মাষ্টারের প্রতি নানা উপদেশ । 〉8○ মণি ( সহাস্তে )। হরিপদ কথকতা জানে। প্ৰহলাদচরিত্র, শ্রীকৃষ্ণের জন্মকথা—এ সব লেশ সুর করে বলে । - শ্রীরামকৃষ্ণ । বটে । সে দিন তার চক্ষু দেখলাম, যেন চড়ে রয়েছে। বল্লাম,—“তুই কি খুব ধ্যান করিস্ ?”—তা মাথা হেঁট করে থাকে। আমি তখন বল্লাম,—অতো নয় রে । , সন্ধ্যা হইল । ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুরবাড়ীতে আরতি আরম্ভ হইল। শ্রাবণ শুক্ল দ্বাদশী । ঝুলন-উৎসবের দ্বিতীয় দিন । চাদ উঠিয়াছে। মন্দির, মন্দির-প্রাঙ্গণ, উদ্যান,—আনন্দময় হইয়াছে । রাত আটট হইল । ঘরে ঠাকুর বসিয়া আছেন। রাখাল ও মাষ্টারও আছেন। - শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি)। বাবুরাম বলে, ‘সংসার!—ওরে বাবা ? মাষ্টার ও শোনা কথা। বাবুরাম সংসারের কি জানে ? শ্রীরামকৃষ্ণ । হা, তা বটে। নিরঞ্জন দেখেছ,—খুব সরল ! মাষ্টার। আজ্ঞা, হা। তার চেহারাতেই আকর্ষণ করে। চোখের ভাবটী কেমন ! শ্রীরামকৃষ্ণ । শুধু চোখের ভাব নয়—সমস্ত । তার বিয়ে দেবে বলেছিল,—তা সে বলেছে, আমায় ডুবুবে কেন ? (সহস্তে ) হ্যাগা, লোকে বলে, খেটে খুটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয় । - মাষ্টার। আজ্ঞা, যারা ঐ ভাবে আছে, তাদের হয় বৈকি । (রাখালের প্রতি, সহস্তো ) । একজামিন *Co-leading question. শ্রীরামকৃষ্ণ (সহস্তে ) ৷ মায়ে বলে, ছেলের একটা গাছতলা করে দিলে বাচি ! রোদে ঝলসা পোড়া হয়ে গাছতলায় বসবে। মাষ্টার। আজ্ঞা, রকমারী বাপ মা আছে। মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না। যদি দেয় সে খুব মুক্ত ! (ঠাকুরের হাস্য । ) [অধর ও মাষ্টারের কালীদর্শন। অধরের চন্দ্রনাথতীর্থ ও সীতাকুণ্ডের গল্প] শ্ৰীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। একটু বসিয়া কালীদর্শন জন্য কালীঘরে গেলেন।