পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা—অধরের বাট। নরেন্দ্র, ভবনাথাদি ভক্তসঙ্গে। ১৪৯ দ্বিতীয় পরিচ্ছেদ । ভাবাবস্থায় অন্তদৃষ্টি। নরেন্দ্রাদির নিমন্ত্রণ । ] গান সমাপ্ত হইল। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর কথা কহিতেছেন। সহাস্তে বলছেন, হাজরা নেচেছিল। নরেন্দ্র (সহস্তে )। আজ্ঞা, একটু একটু। শ্রীরামকৃষ্ণ (সহস্তে )। একটু একটু ? নরেন্দ্র (সহস্তে )। ভুড়ি আর একটা জিনিষ নেচেছিল । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )। সে আপনি হেলে দোলে—ন দোলাতে আপনি দোলে । ( সকলের হাস্য ) শশধর যে বাড়ীতে আছেন, সেই বাড়ীতে ঠাকুরের নিমন্ত্রণ হইবার কথা হইতেছে । নরেন্দ্র । বাড়ীওয়াল খাওয়াবে ? শ্রীরামকৃষ্ণ । তার শুনেছি স্বভাব ভাল না—লোচ্চা । নরেন্দ্র । আপনি তাই—যে দিন শশধরের সহিত প্রথম সাক্ষাৎ হয়—তাদের ছোয় জলের গেলাস থেকে জল খেলেন না। আপনি কেমন করে জানলেন যে, লোকটার স্বভাব ভাল না ! পূর্বকথা–সিহোড়ে হৃদয়ের বাটতে হাজরা ও বৈষ্ণব সঙ্গে। ] শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )। হাজরা আর একটা জানে,—ও দেশে— সিহোড়ে—হৃদের বাড়ীতে । হাজরা । সে একজন বৈষ্ণব-—আমার সঙ্গে দর্শন করতে গিছলো যাই সে গিয়ে বসলে, ইনি তার দিকে পেছন ফিরে বসলেন ! শ্রীরামকৃষ্ণ । মাসীর সঙ্গে নাকি নষ্ট ছিল—তার পর শোনা গেল । ( নরেন্দ্রের প্রতি ) আগে বলতিস্ আমার অবস্থা সব মনের *Isso (hallucination). নরেন্দ্র । কে জানে! এখন ত অনেক দেখলাম—সব মিলছে ! নরেন্দ্র বলিতেছেন, ঠাকুর ভাবাবস্থায় লোকের অন্তর বাহির সমস্ত দেখিতে পান—এটা তিনি অনেকবার মিলাইয়া দেখিলেন । [ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তের জাতিবিচার Caste. ]