পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Q o - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত [ 1884, 6th September. ঠাকুর ও ভক্তদের সেবার জন্য অধর অনেক আয়োজন করিয়াছেন। তিনি এইবার তাহাদিগকে আহবান করিতেছেন। . মহেন্দ্র ও প্রিয়নাথ—মুখুয্যে ভ্রাতৃদ্বয়কে—ঠাকুর বলিতেছেন, “কি গো, তোমরা খেতে যাবে না ? তাহারা বিনীত ভাবে বলিতেছেন—‘আজ্ঞা, আমাদের থাক। শ্রীরামকৃষ্ণ (সহস্তে)। এরা সবই কচ্ছেন, শুধু ঐটেতেই সঙ্কোচ। “এক জনের শ্বশুর ভাস্থরের নাম হরি, কৃষ্ণ, এই সব । এখন হরি নাম ত করতে হবে ?—কিন্তু হরে কৃষ্ণ’ বলবার যো নাই। তাই সে জপ কচ্ছে—ফিরে ফষ্ট, ফরে ফষ্ট, ফষ্ট ফষ্ট ফরে ফরে! ফরে রাম, ফরে রাম, রাম রাম ফরে ফরে !" | অধর জাতিতে সুবর্ণবণিক । তাই ব্রাহ্মণ ভক্তেরা কেহ কেহ প্রথম প্রথম র্তাহার বাটতে আহার করিতে ইতস্ততঃ করিতেন। কিছু দিন পরে যখন র্তাহারা দেখিলেন, স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওখানে খান, তখন র্তাহাদের চট্ৰক ভাঙ্গিল। * রাত্রি প্রায় ন’টা হইল। নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তসঙ্গে ঠাকুর আনন্দে সেবা করিলেন । এইবার বৈঠকখানায় আসিয়া বিশ্রাম করিতেছেন—দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবার উদ্যোগ হইতেছে। আগামী কল্য রবিবার দক্ষিণেশ্বরে ঠাকুরের আনন্দের জন্য মুখুয্যে ভ্রাতৃদ্বয় কীৰ্ত্তনের আয়োজন করিয়াছেন । শ্যামদাস কীৰ্ত্তনীয়া গান গাইবেন । শ্যামদাসের কাছে রাম নিজের বাটতে কীৰ্ত্তন শিখেন । ঠাকুর নরেন্দ্রকে কাল দক্ষিণেশ্বরে যাইতে বলিতেছেন । স্ত্রীরামকৃষ্ণ (নরেন্দ্রের প্রতি)। কাল যাবি—কেমন ? নরেন্দ্র । আচ্ছ, চেষ্টা করবো। শ্রীরামকৃষ্ণ। “সেখানে নাইবি,খাবি ৷ ইনিও না হয় গিয়ে খাবেন । ( মাষ্টারের প্রতি ) তোমার অসুখ এখন সেরেছে ?—এখন পত্তি (পথ্য) ত নয় ?” & মাষ্টার। আজ্ঞা না—আমিও যাব । নিত্যগোপাল বৃন্দাবনে আছেন । চুনীলাল কয়েক দিন হইল বৃন্দা