পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>QWう শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত | [1884, 7th September. তাদের ভিতরই ভক্তি, ভাব, এই সব হয় ; আবার দু এক জনের ( ঈশ্বরকোটীর ) মহাভাব, প্রেম—এ সব হয় । ( মাষ্টারের প্রতি ) আচ্ছা, জোয়ার ভাটা কেন হয় ? মাষ্টার। ইংরাজী জ্যোতিষ শাস্ত্রে বলে যে, সূৰ্য্য ও চন্দ্রের আকর্ষণে ঐ রূপ হয় । এই বলিয়া মাষ্টার মাটীতে অঙ্ক পাতিয়া পৃথিবী, চন্দ্র ও সূর্য্যের গতি দেখাইতেছেন। ঠাকুর একটু দেখিয়াই বলিতেছেন—“থাক, ওতে আমার মাথা ঝন ঝন করে !’ কথা কহিতে কহিতে বান ডাকিতে লাগিল । দেখিতে দেখিতে জলোচ্ছ,সি-শব্দ হইতে লাগিল । ঠাকুরবাড়ীর তীরভূমি আঘাত করিতে করিতে উত্তর দিকে বান চলিয়া গেল । ঠাকুর একদৃষ্টে দেখিতেছেন। দূরের নৌকা দেখিয়া বালকের স্যায় বলিয়া উঠিলেন—দ্যাখো, দ্যাখো, ঐ নৌকাখানি বা কি হয় ! ঠাকুর পঞ্চবটমূলে মাষ্টারের সহিত কথা কহিতে কহিতে আসিয়া পড়িয়াছেন। একটী ছাতা সঙ্গে, সেট পঞ্চবটীর চাতালে রাখিয়া দিলেন। নারাণকে সাক্ষাৎ নারায়ণের মত দেখেন, তাই বড় ভাল বাসেন । নারাণ ইকুলে পড়ে । এবার তাহারই কথা কহিতেছেন । [ মাষ্টারকে শিক্ষা, টাকার সদ্ব্যবহার । নারণের জন্য চিন্তা । ] শ্রীরামকৃষ্ণ । নারাণের কেমন স্বভাব দেখেছ ? সকলের সঙ্গে মিশ তে পারে—ছেলে বুড়ো সকলের সঙ্গে ! এটী বিশেষ শক্তি না হলে হয় না । আর সববাই তাকে ভালবাসে । আচ্ছা, সে ঠিক সরল কি ? মাষ্টার । আজ্ঞা, খুব সরল বলে বোধ হয় । শ্রীরামকৃষ্ণ । তোমার ওখানে নাকি যায় ? মাস্টার। আজ্ঞা, দু এক বার গিছলো । ত্রীরামকৃষ্ণ। একটা টাকা তুমি তাকে দেবে ? না কালীকে বলবো ? মাষ্টার। আজ্ঞা, বেশ তো, আমি দিব । শ্রীরামকৃষ্ণ । বেশতো—ঈশ্বরে যাদের অনুরাগ আছে, তাদের দেওয়া ভাল। টাকার সদ্ব্যবহার হয়। সব সংসারে দিলে কি হবে ?