পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Wりや Śālāfobots; I [1884, 7th September হাজরা আসিয়া ভক্তদের কাছে মেজেতে বসিলেন । হাজরা কখন কখন সোহহং সোহহং করেন। লাটু প্রভৃতি ভক্তদের বলেন, ‘র্তাকে পূজা করে কি হয় —র্তারই জিনিষ তাকে দেওয়া !’ এক দিন নরেন্দ্রকেও তিনি ঐ কথা বলিয়াছিলেন। ঠাকুর হাজরাকে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ । লাটুকে বলেছিলাম, কে কারে ভক্তি করে। হাজরা । ভক্ত আপনি আপনাকেই ডাকে । শ্রীরামকৃষ্ণ। এ তো খুব উচু কথা। বলি রাজাকে বৃন্ধাবলী বলেছিলেন, তুমি ব্রহ্মণ্যদেবকে কি ধন দেবে ? “তুমি যা বলছ, ঐ টুকুর জন্যই সাধন ভজন–র্তার নামগুণগান। “আপনার ভিতর আপনাকে দেখতে পেলে ত সব হয়ে গেল ! ঐটী দেখতে পাবার জন্যই সাধনা । আর ঐ সাধনার জন্যই শরীর। যতক্ষণ না স্বর্ণপ্রতিমা ঢালাই হয়, ততক্ষণ মাটির ছাঁচের দরকার হয়ে গেলে মাটীর ছাঁচ টা ফেলে দেওয়া যায় । ঈশ্বরদর্শন হলে শরীর ত্যাগ করা যায় । “তিনি শুধু অন্তরে নয়। অন্তরে বাহিরে । কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময় !—ম-ই সব হয়েছেন !—প্রতিমা, আমি, কোশ, কুশী, চুমকী, চৌকাট, মার্বের্বল পাথর,—সব চিন্ময় ! “এইটী সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা--সাধন ভজন— র্তার নামগুণ কীৰ্ত্তন ; এইটার জন্যই তাকে ভক্তি করা । ওরা (লাটু প্রভৃতি) এমনি আছে—এখনও অতো উচ্চ অবস্থা হয় নাই । ওরা ভক্তি নিয়ে আছে । আর ওদের ( সোহহং ইত্যাদি ) কিছু বোলো না । পার্থী যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে, দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইরূপে ভক্তদের রক্ষা করিতেছেন । অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন । জল খাইয়। ঘরে ফিরিলেন। মাষ্টার ঠাকুরের কাছে মেজেতে বসিয়া আছেন। [ চারটে পাস ব্রাহ্ম ছোকরার কথা—‘এর সঙ্গে আবার তর্ক বিচার' । ] অধর (সহস্তে )। আমাদের এত কথা হলো, ইনি ( মাষ্টার ) একটও কথা কন নাই । শ্রীরামকৃষ্ণ । কেশবের দলের একটা চারটে-পাশ করা ছোকরা