পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> qWり àālāfootoss [1884, 14th September. নরেন্দ্র (সহস্যে ) । কি, হাতী নারায়ণ ?—সবই নারায়ণ । শ্রীরামকৃষ্ণ (সহস্তে )। তিনিই বিদ্য অবিদ্যা রূপে লীলা কচ্ছেন। দুইই আমি প্রণাম করি । চণ্ডীতে আছে, “তিনি লক্ষনী আবার হতভাগার ঘরে অলক্ষী ! ( ভবনাথের প্রতি ) এটা কি বিষ্ণুপুরাণে আছে ? ভবনাথ ( সহাস্ত্যে )। আজ্ঞ, তা জানি না । কোন্নগরের ভক্তরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল । শ্রীরামকৃষ্ণ । কে আবার বলছিলো- —তোমরা বোসে । ভবনাথ ( সহাস্তে )। সে আমি ! শ্রীরামকৃষ্ণ । তুমি বাছা ঘটাতেও যেমন, আবার তাড়াতেও তেমনি ! গায়কের সঙ্গে নরেন্দ্রের তর্ক হইয়াছিল,—সেই কথা হইতেছে । [ Doctrine of Non-resistance and Sri Ramakrishna, নরেন্দ্রের প্রতি উপদেশ–সত্ত্বের তমঃ । হরিনাম মাহাত্ম্য । ] মুখুয্যে । নরেন্দ্র ছাড়েন নাই । শ্রীরামকৃষ্ণ । না, এরূপ রেখে চাই ! একে বলে সনত্ত্বে ল তমঃ। লোকে যা বলবে তাই কি শুনতে হবে ? বেশ্যাকে কি বলবে, আচ্ছা যা হয় তুমি করে । তা হলে বেশ্বার কথা শুনতে হবে ? মান করাতে এক জন সখি বলেছিল, ‘শ্ৰীমতীর অহঙ্কার হয়েছে । বৃন্দে বল্লে, এ “অহং কা’র ?—এ তারই তাহং । কৃষ্ণের গরবে গরবিনী। এইবার হরিনাম মাহীত্ব্যের কথা হইতেছে । ভবনাথ । হরিনামে আমার গা যেন খালি হয়। শ্রীরামকৃষ্ণ । যিনি পাপ হরণ করেন তিনিই হরি। হরি ত্রিতাপ হরণ করেন । “আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন—অতএব ভাল। দেখো চৈতন্তদেব কত বড় পণ্ডিত—আর তিনি অবতার—তিনি যে কালে এই নাম প্রচার করেছিলেন এ অবশ্য ভাল । ( সহাস্ত্যে ) চাষার নিমন্ত্রণ খাচ্ছে—তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা আমড়ার অম্বল খাবে । তারা বল্লে, বাবুরা যদি খেয়ে থাকেন তা হলে আমাদের দেবেন। তারা যেকালে খেয়ে গেছেন সেকালে ভালই হয়েছে । ( সকলের হাস্য )।