পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তসঙ্গে শ্ৰীযুক্ত যদুমল্লিকের বাগানে । ➢ ማ.. ও রা. কেউ যাবেন ? ( মুখুয্যেদের প্রতি ) আচ্ছা, বেশ চলে । তা হলে শীঘ্ৰ উঠে আসতে পারবো । [ চৈতন্যলীলা ও অধরের কৰ্ম্মের কথা যদুমল্লিকের সঙ্গে । ] ঠাকুর যদুমল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। স্থসজ্জিত বৈঠকখানা। ঘর বারান্দায় দ্যালগিরি জ্বলিতেছে । শ্ৰীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দু একটা বন্ধু সঙ্গে বসিয়া আছেন । খানসামারা কেহ অপেক্ষা করিতেছে, কেহ হাতপাখা লইয়া পাখা করিতেছে। যদ্য হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেকদিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন । যদু গৌরাঙ্গভক্ত। তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিয়া আসিয়াছেন । ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্যলীলা নূতন অভিনয় হইতেছে--বড় চমৎকার হইয়াছে। ঠাকুর আনন্দের সহিত চৈতন্যলীলা কথা শুনিতেছেন—মাঝে বাঝে যদুর একটী ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন । মাষ্টার ও মুখুয্যে ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন । ক্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপালিটীর Vice-Chairman এর কৰ্ম্মের জন্য চেষ্টা করিয়াছিলেন । সে কৰ্ম্মের মাহিয়ান হাজার টাকা । তাধর ডেপুটি ম্যাজিষ্ট্রেট । তিনশ টাকা মাইনে পান । অধরের বয়স ত্রিশ বৎসর । শ্রীরামকৃষ্ণ ( যদুর প্রতি ) ৷ কৈ অধরের কৰ্ম্ম হলো না ? যদু ও র্তাহার বন্ধুরা । অধরের কৰ্ম্মের বয়স যায় নাই। কিয়ৎক্ষণ পরে যদু বলিতেছেন--"তুমি একটু তার নাম করে। ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন। গান--আমার গেীর নাচে। নাচে সংকীৰ্ত্তনে, শ্ৰীবাস অঙ্গনে, ভক্তগণ সঙ্গে । গান—আমার গেীর রতন। গান—গেীর চাহে বৃন্দাবন পানে আর ধারা বহে দুনয়নে! ( ভাব হবে বৈকি রে ) ( ভাব নিধি শ্ৰীগৌরাঙ্গের )