পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মুখুয্যে, অধর প্রভৃতি ভক্তসঙ্গে। ᎼbᏉᎩ পঞ্চম পরিচ্ছেদ । শ্ৰীযুক্ত রাখালের জন্য চিন্তা । पछ्। মল্লিক । ভোলানাথের এজাহার । ] গান সমাপ্ত হইলে মুখুয্যের গাত্রোথন করিলেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে উঠিলেন। কিন্তু ভাবাবিট। ঘরের বারান্দায় আসিয়া একবারে সমাধিস্থ হইয়া দণ্ডয়মান । বারান্দায় অনেকগুলি আলো জুলিতেছিল। বাগানের দ্বারবান ভক্ত লোক । ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্ৰণ করিয়া সেবা করান। ঠাকুর সমাধিস্থ হইয় দাড়াইয়া আছেন। দ্বারবানট আসিয়া ঠাকুরকে পাথার হাওয়া করিতেছেন। বড় হাত পাখা । বাগানের সরকার ত্রযুক্ত রতন আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নালাক্স = ! নারায়ণ !— এই নাম উচ্চারণ করিয়া তাহদের সম্ভাষণ করিলেন । ঠাকুর ভক্তদের সঙ্গে ঠাকুরবাড়ীর সদরফটকের কাছে আসিয়াছেন। ইতি মধ্যে মুখুয্যের ফটকের কাছে অপেক্ষা করিতেছেন। অধর ঠাকুরকে খুজিতেছিলেন। মুখুয্যে (সহস্তে ) ৷ মহেন্দ্র বাবু পালিয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণ (সহস্তে, মুখুয্যের প্রতি ) । এর সঙ্গে তোমরা সর্ববদা দেখা কোরো, আর কথা বাৰ্ত্তা কোয়ো । প্রিয় মুখুয্যে (সহস্যে) । ইনি এখন আমাদের মাস্টারী করবেন। শ্রীরামকৃষ্ণ । গাজা খোরের স্বভাব গাজা খোর দেখলে আনন্দ করে! আমীর এলে কথা কয় না। কিন্তু যদি এক জন লক্ষনী ছাড়া গাজী খোর আসে, তবে হয়ত কোলাকুলি করবে ! ( সকলের হাস্ত ) ঠাকুর উদ্যান পথ দিয়া পশ্চিমাস্ত হইয় নিজের ঘরের অভিমুখে আসিতেছেন। পথে বলিতেছেন—“যদু খুব হিঁদু। ভাগবত থেকে অনেক কথা বলে ? মণি কালীমন্দিরে আসিয়া প্রণামাদি করিয়া চরণামৃত পান করিতেছেন। ঠাকুর আসিয়া উপস্থিত—মাকে দর্শন করিবেন।