পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>న8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত 1 [1884, 19th September. সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )। বিজয় এখন বেশ হয়েছে। “হরি হরি বলতে বলতে মাটীতে পড়ে যায় ! “চারটে রাত পৰ্য্যন্ত কীৰ্ত্তন ধ্যান এই সব নিয়ে থাকে। এখন গেরুয়া পরে আছে। ঠাকুর বিগ্রহ দেখলে একবারে সাষ্টাঙ্গ ! “গদাধরের পাটবাড়ীতে আমার সঙ্গে গিছলো—আমি বল্লাম, এখানে তিনি ধ্যান কবতেন—সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ ! ! “চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ । গোস্বামী। রাধাকৃষ্ণ মূৰ্ত্তির সম্মুখে ? : শ্রীরামকৃষ্ণ সাষ্টাঙ্গ ! আর আচারী খুব । গোস্বামী । এখন সমাজে নিতে পারা যায় । n শ্রীরামকৃষ্ণ । সে লোকে কি বলবে, তা অত চায় না । গোস্বামী । না, সমাজ তা হ’লে কৃতার্থ হয় অমন লোককে পেলে। শ্রীরামকৃষ্ণ । আমায় খুব মানে । “তাকে পাওয়াই ভার। আজ ঢাকায় ডাক, কাল আর এক জায়গায় ডাক । সৰ্ব্বদাই ব্যস্ত । “তাদের সমাজে ( সাধারণ ব্রাহ্মসমাজে ) বড় গোল উঠেছে। গোস্বামী । আজ্ঞা, কেন ? শ্রীরামকৃষ্ণ । তাকে বলছে, “তুমি সাকারবাদীদের সঙ্গে মেশে। — তুমি পৌত্তলিক । “আর অতি উদার সরল । সরল না হ’লে ঈশ্বরের जुद्ध-il झन्झ =ो । - f [ মুখুয্যেদিগকেশিক্ষা । গৃহস্থ, ‘এগিয়ে পড় । অভ্যাসযোগ ] এইবার ঠাকুর মুখুয্যেদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকরী করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন। এখন কিছু সংস্থান করিয়াছেন। আর চাকরি করেন না । জ্যেষ্ঠের বয়স ৩৫৩৬ হইবে। র্তাহাদের বাড়ী কেদেট গ্রামে ।