পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। বাবুরাম, মুখুয্যে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তসঙ্গে । ১৯৭ চতুর্থ পরিচ্ছেদ । ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ । মা কালীর আরতি দর্শন ও চামর ব্যজন । মায়ে পোয়ে কথা । ‘কেন বিচার করাও । বেলা পাঁচটা । ঠাকুর পশ্চিমের গোল বারাণ্ডায় । বাবুরাম, লাটু, মুখুয্যে ভ্রাতৃদ্বয়, মাষ্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন। ক্রীরামকৃষ্ণ (মাষ্টার প্রভৃতির প্রতি ) ৷ কেন এক হেক্সে হব । ওরা বৈষ্ণব আর গোড়া, মনে করে আমাদের মতই ঠিক, আর সব ভুল । যে কথা বলিছি, খুব লেগেছে । (সহস্যে ) হাতির মাথায় অঙ্কুশ মারতে হয় । মাথায় নাকি ওদের কোষ থাকে । ( সকলের হাস্ত ) ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি নাষ্টি করতে লাগলেন । শ্রীরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি । ) আমি এদের ( ছোকরাদের ) কেবল নিরামিশ দিই না । মাঝে মাঝে অ্যাস ধোয় জল একটু একটু দিই। ত না হলে আসবে কেন । মুখুয্যের বারাণ্ড হইতে চলিয়া গেলেন। বাগানে একটু বেড়াইবেন। শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি ) । আমি জপ * * করতাম। সমাধি হ’য়ে যেত। কেমন এর ভাব ? মাষ্টার ( গম্ভীর ভাবে ) । আজ্ঞা, বেশ ! শ্রীরামকৃষ্ণ (সহস্যে ) সাধু । সাধু!—কিন্তু ওরা ( মুখুয্যেরা ) কি মনে করবে ? মাষ্টার। কেন কাপ্তেন ত বলেছিলেন, আপনার বালকের অবস্থা । ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয় । শ্রীরামকৃষ্ণ । আর—বাল্য, পৌগণ্ড, যুবা । পৌগণ্ড অবস্থায় ফচকিমি ক’রে, হয়ত খেউড় মুখ দে বেরোয়। আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোক শিক্ষা দেয় । “তুমি না হয় ওদের (মুখুয্যেদের ) বুঝিয়ে দিও। মাষ্টার। আজ্ঞা, আমার বোঝাতে হবে না। ওরা কি আর জানে না ?