পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“কথা কওয়া কি ?--কেবল ইসার, বইত নয় —কেউ বলছে, ‘আমি খাবো ;–আবার কেউ বলছে, যা আমি শুনবে না । “আচ্ছা, মা ! যদি না বলতাম ‘আমি খাবো তা হলে কি যেমন খিদে তেমনি খিদে থাকতে না ? তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হ’লে তুমি শুনবে না,—তা কখন হ’তে পারে । “তুমি যা আছ তাই আছ—তবে বলি কেন –প্রাথন করি কেন ? “ও । যেমন করাও তেমনি করি । - SuS BDD BD BJJJBBD SBiD DDu BBSJS ঠাকুর ঈশ্বরের সঙ্গে কথা কহিতেছেন —ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন । [ সংস্কার ও তপস্যার প্রয়োজন। ভক্তদিগকে শিক্ষা—সাধুসেবা । ] , এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। শ্রীরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি ) ৷ তাকে লাভ ক’রতে হ’লে হ ক্ষার দরকার। একটু কিছু ক’রে থাকা চাই। তপস্য। তা এ জন্মেই হোক আর পূর্ব জন্মেই হোক । “দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, তার ব্যাকুল হ’য়ে ক্ৰন্দন শুনে ঠাকুর দেখা দিলেন । আর বললেন—“তুমি যদি কারুকে কখনও বস্ত্র দান করে থাক, ত মনে করে দেখ—তবে লজ্জা নিবারণ হবে।’ দ্রৌপদী বল্লেন, ‘হঁ। মনে পড়ছে। এক জন ঋষি স্নান কচ্ছিলেন–র্তার কপ নী ভেষে গিছলো । আমি নিজের কাপড়ের আধখান ছিড়ে তাকে দিছলাম।” ঠাকুর বল্লেন—“তবে আর তোমার ভয় নাই।’ মাষ্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পাপোষে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি ) ৷ তুমি ওটা বুঝেছ । মাষ্টার । আজ্ঞা, সংস্কারের কথা । শ্রীরামকৃষ্ণ । একবার বল দেখি কি বল্লাম । মাষ্টার । দ্রৌপদী নাইতে গিছলেন ইত্যাদি [ হাজরার প্রবেশ ।