পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२०२ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [ 1884, 19th September. করলাম, যদি এতদূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? সন্ন্যাসী বল্লে,—“সবই করা যাচ্ছে—এ ও একটা করলাম.। কখনও ফুলটা এ পায়ে দিলাম, আবার কখনও একটা ফুল ও পায়ে দিলাম। es “দেহ থাকতে কৰ্ম্মত্যাগ যো নাই—পাক থাকতে ভুড় ভুড়ি হবেই ২৫ । - [ The three stages “to, o, ø Atoll Goal of 1 J শ্রীরামকৃষ্ণ (হাজরাকে) । এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে । “শুধু শাস্ত্র পড়ে কি হবে ? “শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে—চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মৰ্ম্ম সাধুমুখে, গুরুমুখে, শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার ? “চিঠিতে খবর এসেছে,—‘পাঁচ সের সন্দেশ পাঠাইবা,—আর এক খান রেল পেড়ে কাপড় পাঠাইবা ’ এখন চিঠিখানি হারিয়ে গেল । তখন ব্যস্ত হয়ে চার দিকে খোজে। অনেক খোজবার পর চিঠিখানি পেলে, পোড়ে দেখে,—লিখছে—পাচসের সন্দেশ আর একখান রেলপেড়ে কাপড় পাঠাইবা । তখন চিঠিখানি আবার ফেলে দেয় । আর কি দরকার ?—এখন সন্দেশ আর কাপড়ের যোগাড় করলেই হলো । (মুখুয্যে, বাবুরাম, মাষ্টার প্রভৃতি ভক্তদের প্রতি ) সব সন্ধান জেনে তার পর ডুব দাও । পুকুরের অমুক যায়গায় ঘটিটা পড়ে গেছে। যায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয় । “শাস্ত্রের মৰ্ম্ম গুরু মুখে শুনে নিয়ে, তারপর সাধন করতে হয় । এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয় । “ডুব দিলে তবে ত ঠিক ঠিক সাধন হয় ! বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে ? শ্বালারা পথে যাবারই কথা—ঐ নিয়ে মর’ছে —মর শ্বালার, ডুব দেয় না !! ন হি দেহভৃত শক্যং ত্যক্তং কৰ্ম্মান্যশেষতঃ যস্ত কৰ্ম্মফলত্যাগী স ত্যাগীত্যভিধীয়তে ॥ গীত ( ১৭অ ) ।