পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । চতুশ্ৰ ভাগ—একবিংশ খণ্ড । প্রথম পরিচ্ছেদ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে লাটু, মাষ্টার, মণিলাল, মুখুয্যে প্রভৃতি ভক্ত সঙ্গে । ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে ভক্তসঙ্গে বসিয়া আছেন। আজ বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ১৮৮৪ খৃষ্টাব্দ । আশ্বিন শুক্লা দ্বাদশী-ত্রয়োদশী । শ্ৰীশ্ৰীবিজয় দশমীর দুই দিন পরে । ১৭ই আশ্বিন ১২৯১ । গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়ীতে শুভাগমন করিয়াছিলেন । সেখানে নারান, বাবুরাম, মাষ্টার, কেদার, বিজয় প্রভৃতি অনেকে ছিলেন। ঠাকুর সেখানে ভক্তসঙ্গে কীৰ্ত্তনানন্দে নৃত্য করিয়াছিলেন । ( ২য় ভাগ ) ঠাকুরের কাছে আজ কাল লাটু, রামলাল, হরাশ থাকেন। বাবুরাম ও মাঝে মাঝে আসিয়া থাকেন। শ্ৰীযুক্ত রামলীল শ্ৰীশ্ৰীভবতারিণীর সেবা করেন । হাজরা মহাশয়ও আছেন । আজ শ্ৰীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয়মুখুয্যে, তাহার আত্মীয় হরি ; শিবপুরের একটি ব্রাহ্ম ( দাড়ি আছে ) ; বড় বাজার ১২ নং মল্লিক ষ্ট্রীটের মাড়োয়ারী ভক্তেরা—উপস্থিত আছেন। ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটা ছোকরা, সিতির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন । মণিলাল পুরাতন ব্রাহ্ম ভক্ত । [ ব্রাহ্ম মণিলালকে উপদেশ–‘বিদ্বেষভাব Dogmatism ত্যাগকর' ] শ্রীরামকৃষ্ণ (মণিলাল প্রভৃতির প্রতি) । নমস্কার মালসে ই ভাল। পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার। আর মানসে নমস্কার করলে কেউ কুষ্ঠিত হবে না। - 4 “আমারই ধৰ্ম্ম ঠিক, আর সকলের মিথ্যা, এ ভাব ভাল নয়। " "আমি দেখি তিনি ই সব হয়ে রয়েছেন–মানুষ, প্রতিম,