পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3. У о শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [ 1884, 2nd October. দ্বিতীয় পরিচ্ছেদ । আচার্য্যের কামিনীকাঞ্চনত্যাগ, তবে লোকশিক্ষার অধিকার । সন্ন্যাসীর কঠিন নিয়ম । ব্রাহ্ম মণিলালকে শিক্ষা । “যাদের দ্বারা তিনি লোক শিক্ষা দেবেন, তাদের সংসার ত্যাগ করা দরকার । যিনি আচার্য্য, তার কামিনীকাঞ্চন-ত্যাগী হওয়া দরকার । তা না হ’লে উপদেশ গ্রাহ্য হয় না । শুধু ভিতরে ত্যাগ হ’লে হবে না। বাহিরে ত্যাগ ও চাই, তবে লোকশিক্ষা হয় । তা না হ’লে লোকে মনে করে, ইনি যদিও কামিনীকাঞ্চন ত্যাগ করতে বলছেন, ইনি নিজে ভিতরে ভিতরে ঐ সব ভোগ করেন । “এক জন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বল্লে, তুমি আর এক দিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দিব । সে দিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল । রোগীর বাড়া অনেক দূরে। সে আর এক দিন এসে দ্যাখা করলে । কবিরাজ বললে, খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভাল নয়। রোগী চ’লে গেলে, এক জন বৈদ্যকে বললে, ‘ওকে অত কষ্ট দিয়ে আনা কেন ? সেই দিন বললেই তা হত ! বৈদ্য হেসে বললে, ‘ওর মানে আছে । সেদিন ঘরে অনেকগুলি গুডের নাগরি ছিল । সে দিন যদি বলি, রোগীর বিশ্বাস হ’ত না । সে মনে করত, ওঁর ঘরে যেকালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয় কিছু কিছু খান। তা হ’লে গুড় জিনিসটা এত খারাপ নয় । আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে । “আদিসমাজের আচাৰ্য্যকে দেখলাম । শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে ক’রেছে --বড় বড় ছেলে ! “এই সব আচাৰ্য্য । এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা", কে বিশ্বাস করবে!—এদের শিষ্য যা হবে, বুঝতেই পারছ। “হেগে। গুরু তার পেদে শিষ্য ! সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে, বাহিরে কামিনীকাঞ্চন লয়ে থাকে—তার দ্বারা লোকশিক্ষা হয় না। লোকে বলবে, লুকিয়ে লুকিয়ে গুড় খায় ।