পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>や âââtoto [1884, 2nd October. অসৎকে সৎ বোধ হয় । সৎ অর্থাৎ যিনি নিত্য,—পরব্রহ্ম। অসৎ–সংসার—অনিত্য মাড়োয়ারী ভক্ত। শাস্ত্র পড়ি, কিন্তু ধারণা হয় না কেন ? শ্রীরামকৃষ্ণ । পড়লে কি হবে ? সাধনা—তপস্যা চাই ! তাকে ডাকো। “সিদ্ধি সিদ্ধি বল্পে কি হবে, কিছু খেতে হয়। “এই সংসার কাটাগাছের মত । হাত দিলে রক্ত বেরোয় । যদি কাটা গাছ এনে, বসে বসে বল, “ঐ গাছ পুড়ে গেল’, তা কি আমনি পুড়ে যাবে ? জ্ঞানাগ্নি আহরণ কর। সেই আগুন লাগিয়ে দাও, তবে ত পুড়বে | “সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তার পর সোজা পথ। ব্যাক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও । [ আগে মায়ার সংসার ত্যাগ, তার পর জ্ঞানলাভ,—ঈশ্বরলাভ । ] “যতক্ষণ মায়ার ঘরের ভিতরে আছ, যতক্ষণ মায়া-মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূৰ্য্য কাজ করে না। মায়াঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে, (কামিনীকাঞ্চন ত্যাগের পর ) তবে জ্ঞানসূৰ্য্য অবিদ্যা নাশ করে। ঘরের ভিতরে আনলে আতস কাচে কাগজ পুড়ে না। ঘরের বাইরে এসে দাঁড়ালে, রোদটী কঁাচে পড়ে,—তখন কাগজ পুড়ে যায়। “আবার মেঘ থাকলে আতস কাচে কাগজ পুড়ে না। মেঘট সরে গেলে তবে হয়। “কামিনীকাঞ্চন ঘর থেকে একটু সরে দাড়ালে—সরে দাড়ায়ে একটু সাধন তপস্যা করলে—তবেই মনের অন্ধকার নাশ হয়—তাবিদ্য৷ অহঙ্কার মেঘ পুড়ে যায়—জ্ঞানলাভ হয় ! - “আবার কামিনীকাঞ্চa=নই মেঘ । _ _: