পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨.2 ઝ - শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1884, 2nd October. শ্রীরামকৃষ্ণ । কাশীতে মৃত্যু হলে শিব সাক্ষাৎকার হন।—হয়ে বলেন, ‘আমার এই যে সাকার রূপ এ মায়িক রূপ--ভক্তের জন্য এই রূপ ধারণ করি ;–এই ছাখ অখণ্ড সচ্চিদানন্দে মিলিয়ে যাই । এই বলে সে রূপ অন্তধ ন হয়। “পুরাণমতে চণ্ডালেরও যদি ভক্তি হয়, তার মুক্তি হবে । এ মতে নাম করলেই হয়। যাগ, যজ্ঞ, তন্ত্র, মন্ত্র,—এ সব দরকার নাই । “বেদমত আলাদা । ব্রাহ্মণ না হলে মুক্তি হয় না। আবার ঠিক মন্ত্র উচ্চারণ না হলে পূজা গ্রহণ হয় না । যাগ, যজ্ঞ, মন্ত্র, তন্ত্র,—সব বিধি অনুসারে করতে হবে। [ 'কৰ্ম্মমোগ বড় কঠিন। কলিতে ভক্তিযোগ । ] “কলিকালে বেদোক্ত কৰ্ম্ম করবার সময় কই ? “তাই কলিতে মাৱ দীক্স ভক্তি । “কৰ্ম্মযোগ বড় কঠিন । নিষ্কাম না করতে পারলে বন্ধনের কারণ হয় । তাতে আবার অন্নগত প্রাণ—সব কৰ্ম্ম বিধি অনুসারে করবার সময় নাই। দশমূল পাচন খেতে গেলে রোগীর এ দিকে হয়ে যায় ! তাই ফিবার মিক্‌শ্চার । “নারদীয় ভক্তি—তার নাম গুণ কীৰ্ত্তন করা। “কলিতে কৰ্ম্মযোগ ঠিক নয়,—ভক্তিযোগই ঠিক। “সংসারে কৰ্ম্ম যত দিন ভোগ আছে করে । কিন্তু ভক্তি অনুরাগ চাই । তার নাম গুণ কীৰ্ত্তন করলে কৰ্ম্মক্ষয় হবে। “কৰ্ম্ম চিরকাল করতে হয় না । তাতে যত শুদ্ধা ভক্তি ভালবাসা হবে, ততই কৰ্ম্ম কমবে। তাকে লাভ করলে কৰ্ম্মত্যাগ হয়। গৃহস্থের বেীর পেটে ছেলে হলে শ্বাশুড়ী কৰ্ম্ম কমিয়ে দেয়। সন্তান হলে আর কৰ্ম্ম করতে হয় না।” সত্যস্বরূপ ব্ৰহ্ম ! সংস্কার থাকলে ঈশ্বরের জন্য ব্যাকুলত হয়। ] দক্ষিণেশ্বর গ্রাম হইতে কতকগুলি ছোকরা আসিয়া প্রণাম করিলেন । র্তাহারা আসন গ্রহণ করিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। বেলা ৪টা হইবে। - s