পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

འཕེ་༤༠ - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত I [1884, 2nd October. বিবাহের কথায় ভয়ে আকুল হতো। গোপালের ভাবসমাধি হতে । বিষয়ী দেখলে কুষ্ঠিত হ’তো, যেমন ইদুর বিড়াল দেখে কুষ্ঠিত হয় । যখন ঠাকুরদের (Tagore) ছেলেরা ঐ বাগানে বেড়াতে এসেছিল, তখন কুঠার ঘরের দ্বার বন্ধ করলে, পাছে তাদের সঙ্গে কথা কইতে হয়। “গোপালের পঞ্চবটতলায় ভাব হয়েছিল। ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে, “আমি তবে যাই । আমি আর এ সংসারে থাকতে পারছি না—আপনার এখন অনেক দেরী—আমি যাই। আমিও ভাবাবস্থায় বল্লাম—‘আবার আসবে ; সে বল্লে, “আচ্ছা, আবার আসবো । - “কিছু দিন পরে গোবিন্দ এসে দেখা করলে। আমি জিজ্ঞাস করলাম, গোপাল কই ? সে বল্লে, গোপাল ( শরীর ত্যাগ করে ) চলে গেছে । “অষ্ঠ ছোকরার কি করে বেড়াচ্ছে ! —কিসে টাকা হয়—বাড়ী— গাড়ী,—পোষাক,—তার পর বিবাহু—এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায় । বিবাহ করবে, –আগে কেমন মেয়ে খোজ স্যায়। আবার সুন্দর কি না নিজে দেখতে যায় ! “এক জন আমায় বড় নিন্দে করে । কেবল বলে, ছোকরাদের ভালবাসি। যাদের সংস্কার আছে—শুদ্ধ আত্মা—ঈশ্বরের জন্য ব্যাকুল, —টীকা, শরীরের সুখ, এ সবের দিকে মন নাই—তাদেরই আমি ভালবাসি । “যারা বিয়ে করেছে, যদি ঈশ্বরে ভক্তি থাকে, তা হলে সংসারে আসক্ত হবে না । হীরানন্দ বিয়ে করেছে । তা হোক, সে বেশী আসক্ত হবে না ।” হীরানন্দ সিন্ধুদেশবাসী, বি, এ, পাস্, ব্রাহ্মভক্ত । দ্বিতীয় ভাগ, সপ্তবিংশতি খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। মণিলাল, শিবপুরের ব্রাহ্মভক্ত, মাড়োয়ারী ভক্তের ও ছোকরার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন । --ബ്