পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলুটোলা নবীন সেনের বাড়ী । বাবুরাম ও ব্রাহ্মভক্তসঙ্গে। ২২৫ ষষ্ঠ পরিচ্ছেদ । ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ কলুটোলয় শ্ৰীযুক্ত নবীন সেনের বাটতে ব্রাহ্মভক্তসঙ্গে কীৰ্ত্তনানন্দে । আজ শনিবার কো জাগল্প পূৰ্ণিম শ্ৰীযুক্ত কেশব সেনের জ্যেষ্ঠ ভ্রাতা ভনবীন সেনের কলুটোলার বাটতে ঠাকুর আসিয়াছেন। ৪ঠা অক্টোবর, ১৮৮৯ খৃষ্টাব্দ ; ১৯শে আশ্বিন, ১২৯১ সাল । গত বৃহস্পতিবারে কেশবের মা ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া অনেক করিয়া যাইতে বলিয়া গিয়াছিলেন । বাহিরের উপরের ঘরে গিয়া ঠাকুর বসিলেন । নন্দলাল প্রভৃতি কেশবের ভ্রাতুষ্পপুত্ৰগণ, কেশবের মাতা ও র্তাহাদের আত্মীয় বন্ধুগণ ঠাকুরকে খুব যত্ন করিতেছেন। উপরের ঘরেই সংকীৰ্ত্তন হইল। কলু টোলার সেনেদের অনেক মেয়েরাও আসিয়াছেন । ঠাকুরের সঙ্গে বাবুরাম, কিশোরী, আরও ছ একটা ভক্ত । মাষ্টারও আসিয়াছেন। তিনি নীচে বসিয়া ঠাকুরের মধুর সংকীৰ্ত্তন শুনিতেছেন। ঠাকুর ব্রাহ্মভক্তদের বলিতেছেন,–সংসার অনিত্য ; আর সর্বদ মৃত্যু স্মরণ করা উচিত। ঠাকুর গান গাইতেছেন— গান—ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্ৰম ভূমণ্ডলে । ভুলন। দক্ষিণে কালী বদ্ধ হয়ে মায়াজলে ৷ দিন দুই তিনের জন্য ভবে কৰ্ত্তা বলে সবাই মানে । সেই কৰ্ত্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে ৷ যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ৷ ঠাকুর বলিতেছেন—ভুৰ দাওe—উপরে ভাসলে কি হবে ? দিন কতক নির্জনে, সব ছেড়ে, ষোল আন মন দিয়ে, তাকে ডাকো । ঠাকুর গান গাইতেছেন—ডুবু ডুবু ডুব রূপসাগরে আমার মন । তলাতল পাতাল খুজলে পাবি রে প্রেম রত্নধন ॥ Ꮌ ☾