পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२७ àääfooto [1884, 4th October. ঠাকুর ব্রাহ্মভক্তদের, ‘তুমি সকল স্ব আমার । এই গানটী গাইতে বলিতেছেন । শ্ৰীকথামৃত, দ্বিতীয় ভাগ । গান—তুমি সৰ্ব্বস্ব আমার ( হে নাথ ) প্রাণধার সারাৎসার। নাহ তোমা বিনে, কেহ ত্রিভুবনে, আপনার বলিবার । ঠাকুর নিজে গাহিতেছেন,— যশোদা নাচাত গো মা বলে নীলমণি । সেরূপ লুকালে কোথা করালবদনী। ( একবার নাচ গো শ্যাম ) ( অসি ফেলে বাশী লয়ে ) (মুণ্ডমালা ফেলে বনমালা লয়ে ) ( তোর শিব বলরাম হোক ) ( তেমনি তেমনি করে নাচ গো শ্যাম ) ( যেরূপে ব্ৰজমাঝে নেচেছিলি ) ( একবার বাজা গে৷ মা, তোর মোহন বেণু) ( যে বেণুরবে গোপীর মন ভুলিত ) ( যে বেণু রবে ধেনু ফিরাতিস ) ( যে বেণু রবে যমুনা উজান বয় )। গগনে বেলা বাড়িত, রাণীর মন ব্যকুল হতো, বলে ধর ধর ধর, ধররে গোপাল,ক্ষীর সর নবনী,এলায়ে চাচর কেশ রাণী বেঁধে দিত বেণী । শ্ৰীদামের সঙ্গে, নাচিতে ত্ৰিভঙ্গে, আবার তাথৈয়া তাথৈয়া, তাত থৈয়া থৈয়া, বাজত নূপুরধ্বনি, শুনতে পেয়ে আস ত ধেয়ে যত ব্রজের রমণী ( গো মা ! ) । এই গান শুনিয়া কেশব ঐ সুরের একটী গান বাধাইয়াছিলেন। ব্রাহ্মভক্তেরা খোল করতালি সংযোগে সেই গান গাইতেছেন— গান—কত ভালবাস গো মা মানব সন্তানে, মনে হলে প্রেমধারা বহে তু নয়নে । তাহারা আবার মার নাম করিতেছেন—(ঐকথামৃত, চতুর্থ ভাগ । ) অন্তরে জাগিছ গে৷ মা অন্তর-যামিনী, কোলে করে আছ মোরে দিবস যামিনা । গান—কেন রে মন ভাবিস এত, দীন হীন কাঙ্গালের মত, আমার মা ব্ৰহ্মাণ্ডেশ্বরী সিদ্ধেশ্বরী ক্ষেমঙ্করী। ঠাকুর এইবার হরিনাম ও শ্ৰীগৌরাঙ্গের নাম করিতেছেন ও ব্রাহ্ম ভক্তদের সহিত নাচিতেছেন । ད།