পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। হাজরা, বড়কালী প্রভৃতি ভক্তসঙ্গে। ২৩১ নারায়ণই এই সব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায় । “দ্যাখে না কুমারীপূজা । একটা হাগে মোতে, নাক দিয়ে কফ পড়ছে, এমন মেয়েকে পূজা করা কেন ? ভগবতীর একটা রূপ বলে । ‘ভক্তের ভিতর তিনি বিশেষরূপে আছেন । ভক্ত ঈশ্বরের বৈঠকখানা । “নাউএর খুব ডোল হলে তানপুর ভাল হয়,—বেশ বাজে । ( সহাস্তে রামলালের প্রতি ) হ্যারে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল—অন্তস্ বহিস্ যদি হরিস্ (সকার দিয়ে ) ? যেমন একজন ললেছিল—‘মাতারং ভাতরং খাতারং’ অর্থাৎ মা ভাত খাচ্ছে । ( সকলের হাস্ত ) রামলাল (সহস্ত্যে )। অন্তর্বহির্যদিহরিস্তপসা ততঃ কিম । শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি ) ৷ এইটে তুমি অভ্যাস কোরো, আমায় মাঝে মাঝে বলবে । - ঠাকুরের ঘরের রেকারী হারাইয়াছে । রামলাল ও বৃন্দেবী রেকবীর কথা বলিতেছেন—“সে রেকারী কি আপনি জানেন ? শ্রীরামকৃষ্ণ । কই এখন আর দেখতে পাই না ! আগে ছিল বটে— দেখেছিলাম । দ্বিতীয় পরিচ্ছেদ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদ্বয় সঙ্গে । ঠাকুরের পরমহংস-অবস্থ। । আজ পঞ্চবটীতে দুইটী সাধু অতিথি আসিয়াছেন । র্তাহার। গীত৷ বেদান্ত এ সব অধ্যয়ন করেন । মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন। তিনি ছোট খাটটতে বসিয়া আছেন । সাধুর প্রণাম করিয়া মেজেতে মাদুরের উপর আসিয়া বসিলেন । মাষ্টার প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দীতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ । আপনাদের সেবা হয়েছে ? সাধুরা। জী, হা ।