পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩২ - àäätofoto [ 1884, 5th October. শ্রীরামকৃষ্ণ । কি খেলেন ? সাধুরা। ডাল রুট ; আপনি খাবেন ? [ সাধু ও নিষ্কাম কৰ্ম্ম। ভক্তি কামনা । বেদান্ত । সংসারী ও সোহহং । ] শ্রীরামকৃষ্ণ । না, আমি দুটা ভাত খাই । আচ্ছ জী, আপনার যা জপধ্যান করেন, তা নিষ্কাম করেন ; না ? সাধু । জী, মহারাজ ! শ্রীরামকৃষ্ণ । ঐ আচ্ছ হ্যায়, আর ঈশ্বরে ফল সমৰ্পণ করতে হয় ; —না ? গীতাতে ঐরুপ আছে । সাধু ( অন্য সাধুর প্রতি ) ৷ যৎ করোষি যদশাসি যজুহোষি দদাসি যৎ । যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুম্ব মদপণম্ ॥ শ্রীরামকৃষ্ণ । তাকে একগুণ যা দেবে, সহস্র গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডুষ অপর্ণ—কষেপ্ত ফল সমৰ্পণ । “যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন ( ভীম ) সাবধান করলে, “আমন কৰ্ম্ম কোরো না—কৃষ্ণকে যা অপণ করবে, সহস্ৰগুণ তাই হবে ? আচ্ছা জী, নিষ্কাম হতে হয়— সব কামনা ত্যাগ করতে হয় ? সাধু। জা, হুঁ । শ্রীরামকৃষ্ণ । আমার কিন্তু ভক্তিকামনা আছে । ও মন্দ নয়, বরং ভালই হয় । মিষ্ট খারাপ জিনিষ—অস্ত্র হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয় । কেমন ? সাধু । জী মহারাজ । ক্রীরামকৃষ্ণ । আচ্ছা জী, লেদাস্ত কেমন ? সাধু। বেদান্তমে খটু শাস্ত্র ( ষড় দর্শন ) হ্যায়। শ্রীরামকৃষ্ণ । কিন্তু বেদান্তের সার–ব্রহ্ম সত্য , জগৎ মিখn ; আমি আলাদা কিছু নই ; আমি সেই ব্রহ্ম। কেমন ? সাধু। জী, হা । শ্রীরামকৃষ্ণ । কিন্তু যারা সংসারে আছে, আর যাদের দেহ বুদ্ধি আছে, তাদের সোহহং এ ভাবটী ভাল নয় । সংসারীর পক্ষে যোগবাশিষ্ঠ, বেদান্ত,—ভাল নয়। বড় খারাপ। সংসারীরা সেব্য সেবক ভাবে থাকুরে । ‘হে ঈশ্বর তুমি সেব্য—প্রভু, আমি সেবক—আমি তোমার দাস ।” -