পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাক্ষণেশ্বর | নীলকণ্ঠাদি ভক্তসঙ্গে সঙ্কীৰ্ত্তনানন্দে । ২৪১ মাষ্টার ও বাবুরাম। আজ্ঞা—নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে,— আর সেই গানটীর কথা—“শ্যামা পদের আশ নদীর তীরে বাস । ঠাকুর বারান্দায়—বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয় বলিতেছেন-—“ঈশ্বর চিস্ত৷ মত লোকে টেৱ না পাল্ল ততই ভাল । হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন। হাজরা । নীলকণ্ঠ ত আপনাকে বলেছে, সে আসবে। তা ডাকতে গেলে হয় । শ্রীরামকৃষ্ণ । না, রাত্রি জেগেছে,—ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে, সে এক । বাবুরামকে নারাণের বাড়া গিয়া দখা করিতে বলিতেছেন। নারা’ণকে সাক্ষাৎ মাত্রাক্স গ দখেন। তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন । বাবুরামকে লিতেছেন—তুই বরং একখান ইংরাজী বই নিয়ে তার কাছে যাস । ബ് ബങ്കബജബ്ബ পঞ্চম পরিচ্ছেদ । [ নীলকণ্ঠ প্রভৃতি ভক্তগণসঙ্গে সংকীৰ্ত্তনানন্দে । ] ঠাকুর ঐরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় তিনট হইবে । নীলকণ্ঠ পাঁচ সাত জন সাঙ্গোপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত। ঠাকুর পূর্বাস্ত হইয় তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয় প্রণাম করিতেছেন। চাকুর সমাধিস্থ – তাহার পশ্চাতে বাবুরাম,—সম্মুখে মাষ্টার নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালার । খাটের উত্তর ধারে দীননাথ খাতাঞ্জি আসিয়া দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে ঘর ঠাকুরবাড়ীর লোকে পরিপূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিৎ ভাব উপশম হইতেছে। ঠাকুর মেজেতে মাদুরে বসিয়াছেন—সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ । >W。