পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ ০ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1885, । 3th July. “আচ্ছ, এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে ? মাষ্টার। মোহিতট বেশ । আপনার কাছে দু একবার গিয়েছিল । দুটো পাশের পড়া পড়ছে, আর ঈশ্বরে খুব অনুরাগ । শ্রীরামকৃষ্ণ । তা হতে পারে, তবে অত উচু ঘর নয়। শরীরের লক্ষণ তত ভাল নয়। মুখ থ্যাবড়ানো । “এদের উচু ঘর। তবে শল্পীর ধারণ করলেই বড় গোল । আবার শাপ হলো তো সাত জন্ম আসতে হবে। বড় সাবধানে থাকতে হয় । বাসনা থাকলেই শরীর ধারণ । একজন ভক্ত । র্যার অবতার—দেহ ধারণ ক’রে এসেছেন, র্তা’দের কি বাসনা ? শ্রীরামকৃষ্ণ ( সহাস্ত্যে )। দেখেছি, আমার সব বাসনা যায় নাই । এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল, ঐ রকম পরি। এখনও আছে । জানি কিনা আর একবার তাসতে হবে । বলরাম ( সহস্যে )। আপনার জন্ম কি আলোয়ানের জন্য ? ( সকলের হাস্য )। শ্রীরামকৃষ্ণ (সহাস্তো ) । একটা সৎ কামনা রাখতে হয় । ঐ চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে । সাধুরা চার ধামের একধাম বাকি রাখে। অনেকে জগন্নাথক্ষেত্র বাকি রাখে । তা হলে জগন্নাথ চিন্তা করতে ক’রতে শরীর যাবে। গেরুয়া পরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন । তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দ করেন, তাই বলরাম হাসিতেছেন। ঠাকুর অন্তৰ্য্যামী, বলরামকে বলিতেছেন,—'ত হোক, বলুকগে ভণ্ড । [ তেজচন্দ্রের সংসারত্যাগের প্রস্তাব । ] ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন । । শ্রীরামকৃষ্ণ ( তেজচন্দ্রের প্রতি ) ৷ তোকে এত ডেকে পাঠাই,— আসিস না কেন ? আচ্ছা, ধ্যান ট্যান করিস, তা হ’লেই আমি সুখী ব। আমি তোকে আপনার বলে জানি, তাই ডাকি । তেজচন্দ্র আজ্ঞা, আপৗষ যেতে হয়,—কাজের ভিড় ।