পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরথযাত্রাদিবসে বলরামমন্দিরে ভক্তসঙ্গে । ২৫৩ তৃতীয় পরিচ্ছেদ । [ শ্ৰীশ্ৰীরথযাত্রা দিবসে বলরামমন্দিরে ভক্তসঙ্গে । ] আজ শ্ৰীশ্ৰীরথযাত্রা । মঙ্গলবার। অতি প্রত্যুষে ঠাকুর উঠিয়া একাকী নৃত্য করিতেছেন ও মধুর কণ্ঠে নাম করিতেছেন। মাষ্টার আসিয়া প্রণাম করিলেন । ক্রমে ভক্তেরা আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন । ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল । মাষ্টারকে দেখিয়া তারই কথা কহিতেছেন । শ্রীরামকৃষ্ণ । তুমি পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে ? মাষ্টার। আজ্ঞা, চৈতন্যচরিত.পড তে বলেছিলাম,-—তা সে সব কথা বেশ বলতে পারে। আর আপনি বলেছিলেন, সত্য ধরে থাকতে, সেই কথাও বলেছিলাম । শ্রীরামকৃষ্ণ । আচ্ছ, ইনি অবতার এ সব কথা জিজ্ঞাসা করলে কি বলত । মাস্টার । আমি বলেছিলাম, চৈতন্যদেবের মত এক জনকে দেখবে ত চল । শ্রীরামকৃষ্ণ । আর কিছু ? মাস্টার । আপনার সেই কথা । ডোবাতে হাতী নামলে জল তোলপাড় হয়ে যায়,—ক্ষুদ্র আধার হলেই ভাব উপছে পড়ে। “মাছ ছাড়ার কথায় বলেছিলাম, কেন অমন করলে ! হৈ চৈ হবে। স্ত্রীরামকৃষ্ণ । তাই ভাল। নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভাল । [ভূমিকম্প ও শ্রীরামকৃষ্ণ । জ্ঞানীর দেহ ও দেহনশ সমান। ] প্রায় সাড়ে ছয়টা বাজে। বলরামের বাটা হইতে মাষ্টার গঙ্গাস্নানে যাইতেছেন। পথে হঠাৎ ভূমিকম্প । তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুর বৈঠকখানা ঘরে দাড়াইয়া আছেন। ভক্তেরাও দাড়াইয়া আছেন। ভূমিকম্পের কথা হইতেছে। কম্প কিছু বেশী হইয়াছিল। ভক্তেরা অনেকে ভয় পাইয়াছেন। মাষ্টার । আমাদের সব নীচে যাওয়া উচিত ছিল ।