পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミQや শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1885, 14th July. কেমন করে বলবে যে, জগৎ নাই, কি আমি নাই ? মনের নাশ হলে, সঙ্কল্প বিকল্প চলে গেলে, সমাধি হয়—ব্রহ্মজ্ঞান হয়। কিন্তু সা, রে, গা, মা, পা, ধা, নী,—নীতে অনেকক্ষণ থাকা যায় না । - [ ছোট নরেনকে উপদেশ ! ঈশ্বর দর্শনের পর তার সঙ্গে আলাপ । ] ছোট নরেনের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, শুধু ঈশ্বর আছেন, বোধে বোধ করলে কি হবে ? ঈশ্বর দর্শন হলেই যে সব হয়ে গেল, তা নয় । "তাকে ঘরে আলতে হক্স—তমালাপ করতে হক্স । “কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। “রাজাকে কেউ কেউ দেখেছে। কিন্তু দু এক জন বাড়ীতে আনতে পারে, আর খাওয়াতে দাওয়াতে পারে । মাষ্টার গঙ্গাস্নান করিতে গেলেন । চতুর্থ পরিচ্ছেদ । পূর্বকথা—৮কাশীধামে শিব ও সোনার অন্নপূর্ণ দর্শন । অদ্য ব্ৰেহ্মাণ্ডকে শালগ্রামরূপে দর্শন । বেলা দশটা বাজিয়াছে ! ঠাকুর ভক্তসঙ্গে কথা কহিতেছেন। মাষ্টার গঙ্গাস্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন। ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন। মাঝে মাঝে অতি গুহ্য দর্শনকথা একটু একটু বলিতেছেন। g শ্রীরামকৃষ্ণ । সেজ বাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম, মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়া আমাদের নৌকা যাচ্ছিল । হটাৎ শিবদর্শন । আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্থ । মাঝিরা হৃদেকে বলতে লাগল—‘ধর ! ধর P পাছে পড়ে যাই । যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাড়িয়ে আছেন। প্রথমে দেখলাম দূরে