পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলরামমন্দিরে রথযাত্রাদিনে সঙ্কীৰ্ত্তনানন্দে । ૨૭> গান— নিবিড় অ ধারে মা তোর চমকে অরূপরাশি। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরিগুহাবাসী | বলরাম আজ কীৰ্ত্তনের বন্দোবস্ত করিয়াছেন,—বৈষ্ণবচরণ ও বেনোয়ারীর কীৰ্ত্তন । এইবার বৈষ্ণবচরণ গাহিতেছেন—শ্ৰীদুৰ্গানাম জপ সদা রসনা আমার । দুর্গমে শ্ৰীদুৰ্গা বিনে কে করে নিস্তার ॥ গান একটু শুনিতে শুনিতে চাকুর সমাধিস্থ । দাড়াইয় সমাধিস্থ ;—ছোট নরেন ধরিয়া আছেন । সহস্যবদন । ক্রমে সব স্থির । একঘর ভক্তের অবাক হইয়া দেখিতেছেন । মেয়ে ভক্তেরা চিকের মধ্য হইতে দেখিতেছেন। সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন ! কি করে ঈশ্বরকে ভালবাসতে হয়, তাই বুঝি শিখাতে এসেছেন ! নাম করিতে করিতে অনেকক্ষণ পরে আন মাৰি ভক্ত হইল । ঠাকুর আসন গ্রহণ করিলে, বৈষ্ণবচরণ আবার গান ধরিলেন— গান— হল্লি হরি বললে বীণে ! গান— বিফলে দিন যায় রে বীণে, শ্রীহরির সাধনা বিনে । এইবার আর এক কীৰ্ত্তনীয়া বেনোয়ারী রূপ গাইতেছেন । কিন্তু সদাই গান গাহিতে গাহিতে ‘আহা ! আহা ! বলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন । তাঁহাতে শ্রোতার কেহ হাসে, কেহ বিরক্ত হয় । অপরাহু হইয়াছে । ইতিমধ্যে বারাণ্ডায় শ্ৰীশ্ৰীজগন্নাথদেবের সেই ছোট রথখানি, ধ্বজ পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে । শ্ৰীশ্ৰীজগন্নাথ, সুভদ্রা ও বলরাম চন্দনচর্চিত ও বসন ভূষণ ও পুষ্পমালা দ্বার সুশোভিত হইয়াছেন । ঠাকুর বেনোয়ারীর কীৰ্ত্তন ফেলিয়া বারাণ্ডায় রথাগ্রে গমন করিলেন,—ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন। রথের রজ্জ্ব ধরিয়া একটু টানিলেন—তৎপরে রথাগ্রে ভক্তসঙ্গে নৃত্য ও কীৰ্ত্তন করিতেছেন। অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পদ ধরিলেন— গান— যাদের হরি বলিতে নয়ন ঝুরে, তারা তারা দুভাই এসেছে রে ! যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে ! আবার—নদে টলমল টলমল করে, গৌরপ্রেমের হিল্লোলে রে ।