পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 14th July. ছোট বারাণ্ডাতে রথের সঙ্গে সঙ্গে কীৰ্ত্তন ও নৃত্য হইতেছে। উচ্চ সঙ্কীৰ্ত্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারাণ্ড মধ্যে আসিয়া পড়িয়াছে। ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা । ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমোন্মত্ত হইয়া নাচিতেছেন ! ষষ্ঠ পরিচ্ছেদ । [ নরেন্দ্রের গান । ঠাকুরের ভাবাবেশে নৃত্য | ] রথাগ্রে কীৰ্ত্তন ও নৃত্যের পর ঠাকুর ত্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন। মণি প্রভৃতি ভক্তেরা তাহার পদসেবা করিতেছেন। নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুর লইয়। আবার গান গাহিতেছেন। গান – এসে মা এসে মা, ও হৃদয় রম, পরাণপুতলি গো, হৃদয়-আসনে, হও মা আসীন, নিরখি তোমারে গো । *ोनि- মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণধরা পরাৎপরা। আমি জানি গো ও দীনদয়াময়ী, তুমি দুৰ্গমেতে দুঃখহর । তুমি সন্ধা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি অকূলের ত্রাণকত্রী, সদাশিবের মনোরম ৷ তুমি জলে তুমি স্থলে, তুমি আছামূলে গো মা। তুমি সৰ্ব্বঘটে অর্ধপুটে, সাকার আকার নিরাকারা ॥ গান— তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা । এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ॥ একজন ভক্ত নরেন্দ্রকে বলিতেছেন,তুমি ঐ গানটা গাইবে ?— অন্তরে জাগিছে গো মা অন্তরযামিনী ! স্ত্রীরামকৃষ্ণ । দূর | এখন ও সব গান কি ! এখন আনন্দের গান— “শ্যাম অনুধা-তরঙ্গিনী।” নরেন্দ্র গাইতেছেন—কখন কি রঙ্গে থাক মা শু্যাম, সুধাতরঙ্গিণী । তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী ॥ ভাবোন্মত্ত হইয়। নরেন্দ্র বার বার গাহিতে লাগিলেন , । কিন্তু কমলে কমলে থাকো মা পূৰ্ণব্রহ্মসনাতনী ', } : ఈ - ۴ - ۶ - " * ബ --" - iம்:::::: بفينيين قال: كنتةk జీ :::