পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলরামমন্দিরে রথযাত্রাদিনে ভক্তসঙ্গে । ミぐ22 জগন্নাথের কাছে আৰ্ত্তি করিতেছেন–জগন্নাথ ! জগবন্ধু ! দীনবন্ধু ! আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া কর । প্রেমোন্মত্ত হইয়া গাহিতেছেন –‘উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজ জি !” এইবার নারায়ণের নাম কীৰ্ত্তন করিতে করিতে নাচিতেছেন ও গাহিতেছেন,—ঐ মলাস্নাত্মণ ! শ্ৰীমন্নারায়ণ ! নারায়ণ ! নারায়ণ । নচিতে নাচিতে আবার গান গাহিতেছেন— গান— হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই । ব্ৰহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব, তিন পাগলে যুক্তি করে ভাঙ্গলে নবদ্বীপ । আর এক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে, রাইকে রাজ! সাজায়ে, আপনি কোটাল সাজে ! এইবার ঠাকুর ভক্তসঙ্গে ছোট ঘরটতে বসিয়াছেন। দিগম্বল ! যেন পাঁচ বৎসরের বালক ! মাস্টার, বলরাম আরও দুই একটা ভক্ত বসিয়া আছেন । [ রূপদৰ্শন কখন ? গুহ কথা। শুদ্ধ আত্মা ছোকরাতে নারায়ণ দর্শন ] ( রামলালা। নিরঞ্জন, পূর্ণ, নরেন্দ্র, বেলঘরের তারক, ছোট নরেন । ) শ্রীরামকৃষ্ণ । ঈশ্বরীয় রূপ দর্শন করা যায়। যখন উপাধি সব চলে যায়,—বিচার বন্ধ হয়ে যায়,—তখন দর্শন । তখন মানুষ অবাক সমাধিস্থ হয় ! থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে,--এ গল্প সে গল্প । যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায়। যা দেখে, তাইতেই মগ্ন হয়ে যায় ! “তোমাদের অতি গুহ কথা বলছি। কেন পূর্ণ, নরেন্দ্র, এদের সব এত ভালবাসি। জগন্নাথের সঙ্গে মধুর ভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙ্গে গেল। জানিয়ে দিলে, ‘তুমি শরীর ধারণ করেছ —এখন নররূপের সঙ্গে সখা, বাৎসল্য এই সব ভাব লয়ে থাকো । “রামলীলার উপর যা যা ভাব হতো, তাই পূর্ণাদিকে দেখে হচ্চে । রামলীলাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম,—সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম,—রামলালার জন্য বসে বসে র্কাদতাম ; ঠিক এই সব