পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৬ শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 15th July. ছেলেদের নিয়ে তাই হয়েছে ! দেখ না নিরঞ্জন । কিছুতেই—লিপ্ত নয়। নিজের টাকা দিয়ে গরীবদের ডাক্তারখানায় নিয়ে যায় । বিবাহের কথায় বলে, “বাপরে ! ও বিশালক্ষনীর দ। ওকে দেখি যে, একটা জ্যোতিঃর উপর বসে রয়েছে ! - “পূর্ণ উচু সাকার ঘর—বিষ্ণুর অংশে জন্ম। আহা কি অনুরাগ ! (মাষ্টারের প্রতি ) “দেখলে না,—তোমার দিকে চাইতে লাগলে —যেন গুরুভাইএর উপর—যেন ইনি আমার আপনার লোক । আর একবার দেখা করবে বলেছে। বলে কাপ্তেনের ওখানে দেখা হবে । [ নরেন্দ্রের কত গুণ ; ছোট নরেনের গুণ । ] “নরেন্দ্রের খুব উচু ঘর—নিরাকারের ঘর । পুরুষের সত্তা। এতে। ভক্ত আসছে, ওর মত একটি লাই । “এক একবার বসে বসে খতাই । তা দেখি, অন্য পদ্ম কারু দশদল, কারু ষোড়শদল, কারু শতদল ; কিন্তু পদ্মমধ্যে নরেন্দ্র সহস্রদল ! “অন্যেরা কলসী, ঘটী এসব হ’তে পারে ;–নরেন্দ্র জালা ! “ডোবা পুষ্করিণী মধ্যে নরেন্দ্র বড় দিঘী !—যেমন হালদার পুকুর । “মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ —পোনা কাঠী বাটা, এই সব । “খুব আধার,—অনেক জিনিষ ধরে। বড় ফুটোওল' বঁাশ । “নরেন্দ্র কিছুর বশ নয়। ও আসক্তি, ইন্দ্রিয়-মুখের বশ নয় । পুরুষ পায়রা । পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়,— মাদী পায়রা চুপ কবে থাকে। “বেলঘরের তারককে মৃগেল বলা যায়। “নরেন্দ্র পুরুষ, গাড়ীতে তাই ডানদিকে বসে। ভবনাথের মেদী ভাব, ওকে তাই অন্যদিকে বস্তে দিই । “নরেন্দ্র সভায় থাকলে আমার বল । শ্ৰীযুক্ত মহেন্দ্র মুখুয্যে আসিয়া প্রণাম করিলেন। বেলা আটটা হইবে । হরিপদ, তুলসীরাম, ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন । বাবুরামের জর হইয়াছে,—আসিতে পারেন নাই ।