পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰী রামকৃষ্ণকথামৃত [1885, 9th August. চতুৰ্থ ভাগ –চতুবিংশ খণ্ড । দক্ষিণেশ্বরে রাখাল, মাষ্টার, মহিমাচরণ প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । [ দ্বিজ, দ্বিজের পিত, ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ । মাতৃঋণ ও পিতৃঋণ ] শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে সেই পূর্বপরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তসঙ্গে বসিয়া আছেন। বেল তিনটা চারটা । ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গলচিন্তা করিতেছেন—কিসে তাহারা সংসারে বদ্ধ ন হয়,—কিসে তাহদের জ্ঞানভক্তি লাভ হয়,-—ঈশ্বরলাভ হয় । দশ বার দিন হইল, ২৮শে জুলাই মঙ্গলবার, তিনি কলিকাতায় শ্ৰীযুক্ত নন্দ বস্থর বাটীতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া, বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ী, শুভাগমন করিয়াছিলেন । শ্ৰীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয় কিছু দিন বাড়ীতে ছিলেন । আজকাল তিনি, লাটু, হরীশ, ও রামলাল ঠাকুরের কাছে আছেন । শ্ৰীশ্ৰীমা কয়েক মাস হইল, ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন । তিনি নবতে আছেন। শোকাতুর ব্রাহ্মণী’ আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন । ঠাকুরের কাছে দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাষ্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ ৯ই আগষ্ট ১৮৮৫ খৃঃ । দ্বিজর বয়স ষোল বছর হইবে । র্তাহার মাতার পরলোকপ্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন,–কিন্তু র্তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট । দ্বিজের পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন। তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সদাগর আফিসের ՖԵ"