পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbや শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1885, 27th August এই বোধ হয়, যখন ‘নেতি’ ‘নেতি’ বিচার করে । তার দর্শনের পর আবার ‘এই সংসার মজার কুটী ! “শুধু শাস্ত্র পড়লে কি হবে ? পণ্ডিতেরা কেবল বিচার করে। পণ্ডিত। আমায় কেউ পণ্ডিত বল্পে ঘৃণা হয় । শ্রীরামকৃষ্ণ । ঐট তার কৃপা ! পণ্ডিতরা কেবল বিচার করে। কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে। সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে—লারাক্সণই সব হয়েছেল । পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন । ঠাকুর আনন্দে বিভোর । পণ্ডিত। সর্বভূতস্থমাত্মানং সৰ্ব্বভূতানি চাত্মনি। ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদৰ্শনঃ ॥ শ্রীরামকৃষ্ণ । আপনার অধ্যাক্স (রামান্ত্ৰণ ) দেখা আছে ? পণ্ডিত । আজ্ঞে হা, একটু দেখা আছে। শ্রীরামকৃষ্ণ । ওতে জ্ঞান ভক্তি পরিপূর্ণ। শবরীর উপাখ্যান, অহল্যার স্তব, সব ভক্তিতে পরিপূর্ণ ! “তবে একটা কথা আছে। তিনি বিষয়বুদ্ধি থেকে অনেক দূর। পণ্ডিত। যেখানে বিষয়বুদ্ধি, তিনি সুদূরম,—আর যেখানে ত৷ নাই, সেখানে তিনি ‘অদূরম । উত্তরপাড়ার এক জমিদার মুখুয্যেকে দেখে এলাম-—বয়স হয়েছে—কেবল নভেলের গল্প শুনছেন । শ্রীরামকৃষ্ণ । অধ্যাক্সে আর একটা বলছে যে, তিনিই জীব জগৎ ! পণ্ডিত আনন্দিত হইয়া যমলাৰ্জ্জুনের এই ভাবের স্তব শ্ৰীমদভাগবত, দশম স্কন্ধ, হইতে আবৃত্তি করিতেছেন—‘কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন ত্বমাছঃ পুরুষঃ পরঃ । ব্যক্তব্যক্তমিদং বিশ্বং রূপং তে ব্ৰহ্মণে বিদু: ত্বমেকঃ সৰ্ব্বভূতানাং দেহস্বাত্মেন্দ্রিয়েশ্বর: ত্বং মহান প্রকৃতিঃ সূক্ষম রজঃসত্ত্বতমোময়ী। ত্বমেব পুরুষোংধ্যক্ষঃ সৰ্ব্বক্ষেত্রবিচারবিৎ ॥ [ শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। ‘আন্তরিক ধ্যান জপ করলে আসতেই হবে ।] ঠাকুর স্তব শুনিয়া সমাপ্রিস্থ। দাড়াইয়াছেন। পণ্ডিত বসিয়া । পণ্ডিতের কোলে ও বক্ষে একটী চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন। পণ্ডিত চরণ ধারণ করিয়া বলিতেছেন, “গুরো চৈতন্মং

T": ':' : ' స్ప్రఙi.ii::