পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ēślowto [1885, 31st August. চতুশ্ৰ ভাগ –=াড় বিংশ খণ্ড । দক্ষিণেশ্বরমন্দিরে জন্মাষ্টমী-দিবসে ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ | স্থবোধের আগমন । পুর্ণ, মাষ্টার, গঙ্গাধর, ক্ষীরোদ, নিতাই । ] শ্রীরামকৃষ্ণ সেই পূর্বপরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন । রাত আটটা । সোমবার ১৬ই ভাদ্র, শ্রাবণ-কৃষ্ণ-ষষ্ঠী ; ৩১ আগষ্ট, ১৮৮৫ । ঠাকুর অসুস্থ—গলার অসুখের সূত্রপাত হইয়াছে । কিন্তু নিশিদিন এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয় । এক এক বার বলেকের স্যায় অসুখের জন্য কাতর ;---পরক্ষণেই সব ভুলিয়া গিয়া ঈশ্বরের প্রেমে মাতোয়ারা । আর ভক্তের প্রতি স্নেহ ও বাৎসল্যে উন্মত্তপ্রায় । দুই দিন হইল–গত শনিবার রাত্ৰে—শ্ৰীযুক্ত পূর্ণ পত্র লিখিয়াছেন —“আমার খুব আনন্দ হয় । মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না ? ঠাকুর পত্রপাঠ শুনিয়া বলিয়াছিলেন,—“আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে! ঐ আনন্দের অবস্থা ওর পরে থেকে যাবে ; দেখি চিঠিখান ।” পত্ৰখানি হাতে করে মুড়ে টিপে বলিতেছেন,—‘অন্যের চিঠি ছুতে পারি না ; এর বেশ ভাল চিঠি । সেই রাত্রে একটু শুইয়াছেন । হঠাৎ গায়ে ঘাম—শয্যা হইতে উঠিয়া বলিতেছেন,—“আমার বোধ হচ্ছে, এ অসুখ সারবে না । এই কথা শুনিয়া ভক্তের সকলেই চিন্তিত হইয়াছেন । শ্ৰীশ্ৰীমা ঠাকুরের সেবা করিবার জন্য আসিয়াছেন ও অতি নিভৃতে নবতে বাস করেন। তিনি যে নবতে আছেন, ভক্তের প্রায় কেহ জানিতেন না । একটা ভক্ত স্ত্রীলোকও কয়দিন নবতে আছেন । তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন। ঠাকুর র্তাহাকে পর দিন রবিবারে বলিতেছেন,—“তুমি অনেক দিন এখানে আছ, লোকে কি মনে করবে ? বরং দশ দিন বাড়ী গিয়ে থাকগে।’ মাষ্টার এই সমস্ত কথা শুনিলেন।