পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ ૭૭ ăşătotse I [ 1885, 1st September. [ গিরীশ ঘোষ। গুরুই ইষ্ট । দ্বিবিধ ভক্ত । ] গিরীশ । হ্যা গা, গুরু আর ইষ্ট ;–গুরু-রূপট বেশ লাগে--ভয় হয় না—কেন গা ? ভাব দেখলে দশহাত তফাতে যাই! ভয় হয়। শ্রীরামকৃষ্ণ । যিনি ইষ্ট, তিনিই গুরুরূপ হয়ে আসেন। শবসাধনের পর যখন ইষ্ট দর্শন হয়,গুরুই এসে শিষ্যকে বলেন—এ (শিষ্য) ঐ ( তোর ইষ্ট ) । এই কথা বলেই ইষ্টরূপেতে লীন হয়ে যান । শিষ্য আর গুরুকে দেখতে পায় না। যখন পূর্ণ জ্ঞান হয়, তখন কে বা গুরু, কে বা শিষ্য । সে বড় কঠিন ঠাই । গুরুশিষ্যে দেখা নাই , একজন ভক্ত। গুরুর মাথা শিষ্যের প। গিরীশ (আনন্দে) ছা । নবগোপাল । শোনে মানে । শিষ্যের মাথাটা গুরুর জিনিস, আর গুরুর পা শিষ্যের জিনিস। শুনলে ? গিরীশ । না, ও মানে নয় ! বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না ? তাই শিষ্যের পা । নবগোপাল । সে তেমনি কচি ছেলে থাকলে ত হয় ! [ পূর্বকথা—শিখভক্ত । দুই থাক ভক্ত—বানরের ছা ও বিল্লার ছা । ] শ্রীরামকৃষ্ণ । দু রকম ভক্ত আছে । এক থাকের বিল্লীর ছার স্বভাব । সব নির্ভর—ম যা করে । বিল্লীর ছ। কেবল মিউ মিউ করে । কোথায় যাবে, কি করবে—কিছুই জানে না। মা কখন হেঁশালে রাখছে—কখন বা বিছানার উপরে রাখছে এরূপ ভক্ত ঈশ্বরকে আন্মোক্তারা (বকলম) দেয় । আন্মোত্তম্ভাৱি দিচ্ছেন্ন লিশ্চিস্ত ! “শিখর বলেছিল—ঈশ্বর দয়ালু। আমি বল্লাম, তিনি আমাদের ম৷ বাপ, তিনি আবার দয়ালু কি? ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না,—তে কি বামনপাড়ার লোকেরা এসে করবে ? এ ভক্তদের ঠিক বিশ্বাস—তিনি আপনার মা,আপনার বাপ । “আর এক থাক ভক্ত আছে, তাদের বানরের ছার স্বভাব । বানরের ছা নিজে যে সো করে মাকে আঁকড়ে ধরে। এদের একটু কর্তৃত্ব বোধ আছে । আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে,তবে আমি ঈশ্বরকে ধবতে পারবে,—এদের এই ভাব।