পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে। শ্ৰীভগবাম রুদ্র, মণি প্রভৃতি ভক্তসঙ্গে । ২৯৯ তৃতীয় পরিচ্ছেদ। [ डीबू क्व छङझ ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন। ডাক্তার ভগবান রুদ্র ও মাষ্টারের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন । আজ বুধবার, নন্দোৎসব, ১৮ই ভাদ্র, শ্রাবণ অষ্টমা নবমী তিথি ; ২রা সেপ্টেম্বর, ১৮৮৫ খৃষ্টাব্দ । ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন । ঠাকুর নীচে মেজেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন । শ্রীরামকৃষ্ণ দ্যাখে গা, ঔষধ সহ্য হয় না ! ধাত, আলাদা । [ টাকা স্পর্শন, গিরোবান্ধা, সঞ্চয়—এ সব ঠাকুরের অসম্ভব । ] "আচ্ছা, এটা তোমার কি মনে হয় ? টাকা ছুলে হাত একে বেঁকে যায় ! নিশ্বাস বন্ধ হয়ে যায় । আর যদি আমি গিরো (গ্রন্থি ) বাধি, যতক্ষণ না গিরো খোলা হয়, ততক্ষণ নিশ্বাস বন্ধ হয়ে থাকবে । এই বলিয়া একটী টাকা আনিতে বলিলেন । ডাক্তার দেখিয়া অবাক যে, হাতের উপর টাকা দেওয়াতে হাত বাকিয়া গেল ; আর নিশ্বাস বন্ধ হয়ে গেল ! টাকাটী স্থানান্তরিত করিবার পর, ক্রমে ক্রমে তিন বার দীর্ঘ নিশ্বাস পড়িয়া, তবে হাত পুনর্ববার শিথিল হইল । ডাক্তার মাষ্টারকে বলিতেছেন, Action on the nerves (স্বায়ুর উপর ক্রিয় ) [ পূর্বকথা—শস্তু মল্লিকের বাগানে আফিম সঞ্চয় । জন্মভূমি কামারপুকুরে আম পাড়া। সঞ্চয় অসম্ভব । ] ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন,—“আর একটী অবস্থা আছে। কিছু সঞ্চয় করবার যে নাই ! শম্ভু মল্লিকের বাগানে এক দিন গিছলাম। তখন বড় পেটের অস্থখ শস্তু বল্লে—একটু একটু আফিম খেও, তা হলে কম পড়বে। আমার কাপড়ের খোটে একট