পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘S)o o শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [ 1885, 2nd September. আফিম বেঁধে দিলে । যখন ফিরে আসছি, ফটকের কাছে, কে জানে ঘুরতে লাগলাম—যেন পথ খুজে পাচ্ছি না । তার পর যখন আফিমটা খুলে ফেলে দিলে, তখন আবার সহজ হাবস্থা হয়ে বাগানে ফিরে এলাম ! “দেশেও আম পেড়ে নিয়ে আসছি—আর চলতে পারলাম না ; দাড়িয়ে পড়লাম । তার পর সেগুলো একটা ডোবের মতন যায়গায় রাখতে হলো—তবে আসতে পারলাম ! আচ্ছ, ওটা কি ? - ডাক্তার। ওর পেছনে আর একটা ( শক্তি ) আছে ; মনের শক্তি । মণি । ইনি বলেন এট Golforce ঈশ্বরের শক্তি । আপনি বলছেন মনের শক্তি Will-force | শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) ৷ আবার এমনি অবস্থা, যদি কেউ বল্লে, ‘কমে গেছে, ত অমনি অনেকটা কমে যায়। সে দিন ব্রাহ্মণী বল্লে, আট আনা কমে গেছে,--অমনি নাচতে লাগলুম ! ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া সস্তুষ্ট হইয়াছেন । তিনি ডাক্তারকে বলিতেছেন, “তোমার স্বভাবটী বেশ । জ্ঞানের দুটা লক্ষণ —শান্ত স্বভাব, আর অভিমান থাকবে না ।” মণি । এর ( ডাক্তারের ) স্ত্রী-বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) । আমি বলি, তিন টান হলে ভগবানকে পাওয়া যায়। মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান । “যা হ’ক, আমার বাবু এটা ভাল করে । ডাক্তার এইবার অসুখের স্থানটী দেখিবেন । গোল বারাণ্ডায় এক খানি কেদারাতে ঠাকুর বসিলেন । ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন,—“শ্যাল, যেন গরুর জিহব, টিপ লে ! ভগবান । তিনি বোধ হয় ইচছা করে ওরূপ করেন নাই । শ্রীরামকৃষ্ণ । না তা নয়, খুব ভাল করে দেখবে বলে টিপেছিল। ബ് ബ്-ജ്ജ- യ