পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Oe W3 ââototo [1885, 23rd October. [ পূর্বকথা—Museum দর্শন ও পীড়ার সময় প্রার্থনা । ] ঐীরামকৃষ্ণ । অনেক দিন হলে,—আমার তখন খুব ব্যামো। কালীঘরে বসে আছি,—মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলে ! কিন্তু ঠিক আপনি বলতে পাল্লাম না । বল্লুম,—ম, হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে। আর বেশী বলতে পাল্লাম না-—বলতে বলতে অমনি M* FLI RCA ALF STfTG Asiatic Society's Museum 1 c Hofzকার তীরে বাধা মানুষের হাড়ের দেহ skeleton । আমনি বল্লম —‘ম, তোমার নাম গুণ করে বেড়াব—দেহটা একটু তার দিয়ে এ টে দাও, সেখানকার মত !’ সিদ্ধাই চাইবার জো নাই ! “প্রথম প্রথম হৃদে বলেছিল—হৃদের অণডার under ছিলাম কি না—“মার কাছে একটু ক্ষমতা চেও’ । কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখ লাম– ত্রিশ পয়ত্রিশ বছরের রাড়–কাপড় তুলে ভড় ভড়, করে হাগছে । তখন হৃদের উপর রাগ হলে,—কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিলে । [ শ্ৰীযুক্ত রামতারণের গান। ঠাকুরের ভাবাবস্থা । ] গান—আমার এই সাধের বীণে, যত্নে গাথা তারের হার । যে যত্ন জানে, বাজায় বাণে, উঠে সুধা অনিবার ॥ তানে মানে বাধলে ডুরী, শত ধারে বয় মাধুরী । বাজেন আলগা তারে, টানে ছিড়ে কোমল তার ॥ ডাক্তার ( গিরীশের প্রতি ) । গান এ সব কি original (নূতন ) ? foil Al Edwin Arnoldo thought. ( আৰ্ণলড, সাহেবের ভাব লয়ে গান ) রামতারণ প্রথমে বুদ্ধচরিত হইতে গান গাহিতেছেন – জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাদি হাসি, কোথা যাই সদা ভাবি গে। তাই । 指 事 事 举 尊 张 কর হে চেতন কে আছ চেতন, কত দিনে আর ভাঙ্গিবে স্বপন, কে আছ চেতন ঘুমাইও না আর, দারুণ এ ঘোর নিবিড় অর্ণধার,