পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা শ্যামপুকুর। ডাক্তার সরকার,ছোটনরেন প্রভৃতি ভক্তসঙ্গে ৩০৭ কর তমো নাশ হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহিক উপায়, তব পদে তাই শরণ চাই । এই গান শুনিতে শুনিতে ঠাকুর ভাববিষ্ট হইয়াছেন । গান—র্কো কেঁ কেঁ বহরে ঝড় । । [ সূর্য্যের অন্তর্যামী দেবতা দর্শন । ] এই গানটি সমাপ্ত হইলে ঠাকুর বলিতেছেন,—“এ কি করলে !— পায়েসের পর নিম ঝোল !”—- “যাই গাইলে—‘কর তমোনাশ, অমনি দেখলাম সূৰ্য্য !—উদয় হবা মাত্র চার দিকের অন্ধকার ঘুচে গেল : আর সেই সূর্য্যের পায়ে সব শরণাগত হয়ে পড়ছে !” রামতারণ আবার গাহিতেছেন—(শ্ৰীকথামৃত, তৃতীয় ভাগ । ) গান—দীনতারিণী দুরিতবারিণী, সত্ত্বরজঃতমঃ ত্রিগুণধারিণী, স্বজনপালননিধনকারিণী, সগুণ নিগুণ সৰ্ব্বস্বরূপিণী । গান—ধরম করম সকলি গেল, শ্যামাপূজা বুঝি হলো না । মন নিবারিতে নারি কোন মতে, ছি, ছি, কি জ্বালা বলনা ৷ এই গান শুনিয়া ঠাকুর আবার ভাববিষ্ট হইলেন । গান—রাঙ্গা জবা কে দিলে তোর পায়ে মুটো মুটো ৷ চতুর্থ পরিচ্ছেদ । ছোট নরেন প্রভৃতির ভাবাবস্থা। সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য । ] গান সমাপ্ত হইল। ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট । নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ছোট নরেন ধ্যানে মগ্ন। কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ । ( ছোট নরেনকে দেখাইয়া, ডাক্তারকে ) । এ অতি শুদ্ধ! বিষয়বুদ্ধির লেশ এতে লাগে নাই। ডাক্তার নরেনকে দেখিতেছেন। এখনও ধ্যান ভঙ্গ হয় নাই । মনোমোহন ( ডাক্তারের প্রতি, সহস্তো ) । আপনার ছেলের কথায় বলেন,—“ছেলেকে যদি পাই, বাপ কে চাই না ।”