পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\S) obro È stats[#p-Forss i [1885, 23rd October. ডাক্তার। আই তো!—তাইতে বলি, তোমরা ছেলে নিয়েই ভোলো ! ( অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে ভোলো ) শ্রীরামকৃষ্ণ (সহস্তে )। বাপকে চাই না -ত বলছি না। ডাক্তার। তা বুঝিছি!—এ রকম দু’একটা না বল্পে হবে কেন । শীরামকৃষ্ণ । তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙ্গ মুখ করে বলেছিল—‘সরল ভাবে ডাকলে তিনি শুলবেলই শুলবেন। ছোকরীদের অত ভালবাসি কেন, জান ? ওরা খাটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়—ঠাকুরসেবায় চলে। “জোলো দুধ, অনেক জ্বাল দিতে হয়—অনেক কাঠ পুড়ে যায় ! “ছোকরার যেন নূতন হাড়ি—পাত্র ভাল—দুধ নিশ্চিন্ত হয়ে রাখ৷ যায়। তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্ৰ চৈতন্য হয়। বিষয়ী লোকদের শীঘ্র হয় না। দই পাত হাড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে নষ্ট হয়। “তোমার ছেলের ভিতর বিষয়বুদ্ধি—কামিনীকাঞ্চন--ঢোকে নাই। ডাক্তার। বাপের খাচ্চেন, তাই !— “নিজের করতে হ’লে দেখতুম, বিষয়বুদ্ধি ঢোকে কি না ! [ সন্ন্যাসী ও নারী ত্যাগ। সন্ন্যাসী ও কাঞ্চন ত্যাগ। ] শ্রীরামকৃষ্ণ । তা বটে, তা বটে। তবে কি জানে, তিনি বিষয়বুদ্ধি থেকে অনেক দূর, তা না হলে হাতের ভিতর। (সরকার ও ডাক্তার দোকড়ীর প্রতি) কামিনীকাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয়। আপনারা মনে ত্যাগ করবে। গোস্বামীদের তাই বল্লাম—তোমরা ত্যাগের কথা কেন বোলছো ?—ত্যাগ করলে তোমাদের চলবে না—শ্বামসুন্দরের সেবা রয়েছে। “সন্ন্যাসীর পক্ষে ত্যাগ। তারা স্ত্রীলোকের চিত্ৰপট পৰ্য্যন্ত দেখবে না। মেয়ে মানুষ তাদের পক্ষে বিষবৎ। অন্ততঃ দশ হাত অন্তরে, একান্ত পক্ষে এক হাত অন্তরে থাকবে । হাজার ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশী আলাপ করবে না। “এমন কি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত, যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না,—বা অনেক কাল পরে দেখা যায়।