পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা শু্যামপুকুর । ডাক্তার সরকার প্রভৃতি ভক্তসঙ্গে। ৩০৯ “টাকাও সন্ন্যাসীর পক্ষে বিষ। টাকা কাছে থাকলেই ভাবনা, অহঙ্কার, দেহের সুখের চেষ্টা, ক্রোধ,–এই সব এসে পড়ে। রজোগুণ । বৃদ্ধি করে। আবার রজোগুণ থাকলেই তমোগুণ । তাই সন্ন্যাসী কাঞ্চন স্পর্শ করে না। কামিনীকাঞ্চন ঈশ্বরকে ভুলিয়ে দেয় । [ ডাক্তারকে উপদেশ। টাকার ঠিক ব্যবহার । গৃহস্থের পক্ষে স্বদার । ] “তোমরা জানবে যে, টাকাতে ডাল ভাত হয়, পরবার কাপড়;— থাকবার একটি স্থান হয়, ঠাকুরের সেবা,—সাধু ভক্তের সেবা হয়। “জমাবার চেষ্টা মিথ্যা। অনেক কষ্টে মৌমাছি চাক তৈয়ার করে,— আর একজন এসে ভেঙ্গে নিয়ে যায়! ডাক্তার। জমাচ্চেন কার জন্য ?—ন, একটা বদ ছেলের জন্য । শ্রীরামকৃষ্ণ । বদ ছেলে !—পরিবারটা হয়তো নষ্ট—উপপতি করে !—তোমারই ঘড়ি, তোমারই চেন, তাকে দেবে ! “তোমাদের পক্ষে স্ত্রীলোক একবারে ত্যাগ নয় । স্ব-দীরায় গমন দোষের নয়। তবে ছেলে পুলে হক্সে গেলে, ভাই ভগ্নীর মত থাকতে হক্স । “কামিনীকাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহঙ্কার, টাকার অহঙ্কার উচ্চপদের অহঙ্কার—এই সব হয়। পঞ্চম পরিচ্ছেদ । [ডাক্তার সরকারকে উপদেশ। অহঙ্কার ভাল নয় । ‘বিদ্যার আমি’ ভাল—তবে লোকশিক্ষা (Lecture) হয় । ] স্ত্রীরামকৃষ্ণ। অহঙ্কার না গেলে জ্ঞান লাভ করা যায় না। উচু ঢিপিতে জল জমে না। খাল জমিতে চারদিককার জল হুড় হুড় করে আসে । ডাক্তার। কিন্তু খাল জমিতে যে চারদিকের জল আসে, তার ভিতর ভাল জলও আছে, খারাপ জলও আছে,—ঘোল জল, হেগে৷ জল,—এ সবও আছে। পাহাড়ের উপরও খাল জমি আছে। নৈনিতাল, মানসরোবর—যেখানে কেবল আকাশের শুদ্ধ জল।