পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) У о - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1885, 23rd October. শ্রীরামকৃষ্ণ । কেবল আকাশের জল,—বেশ । ডাক্তার। আর উচু জায়গার জল চারিদিকে দিতে পারবে । শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )। একজন সিদ্ধ মন্ত্র পেয়েছিল। সে পাহড়ের উপর দাড়িয়ে চীৎকার করে বলে দিলে—তোমরা এই মন্ত্র জপে ঈশ্বরকে লাভ করবে। ডাক্তার। হা । শ্রীরামকৃষ্ণ । তবে একটী কথা আছে, যখন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, ভাল জল—হেগে জল—এ সব হিসাব থাকে না। তাকে জানার জন্য কখন ভাল লোকের কাছেও যায়, কখন কঁচা লোকের কাছেও যায়। কিন্তু তার কৃপা হলে ময়লা জলে কিছু হানি করে না । যখন তিনি জ্ঞান দেন, কোনটা ভাল কোনটা মন্দ, সব জানিয়ে দেন । “পাহাড়ের উপর খাল জমি থাকতে পারে, কিন্তু বজ্জাৎ-আমিরূপ পাহাড়ে থাকে না । বিদ্যার আমি, ভক্তের আমি, যদি হয়,—তবেই আকাশের শুদ্ধ জল এসে জমে । “উচু জায়গার জল চারদিকে দিতে পারা যায় বটে। সে বিদ্যার আমি রূপ পাহাড় থেকে হতে পারে। “র্তার আদেশ না হলে লোকশিক্ষা হয় না | শঙ্করাচার্য্য জ্ঞানের পর “বিদ্যার আমি রেখেছিলেন—লোকশিক্ষার জন্য । তাকে লাভ না করে লেকচার (Lecture) ! তাতে লোকের কি উপকার হবে ? [ পূর্বকথা—সামাধ্যায়ীর লেকচার। নন্দনবাগান সমাজ দর্শন । ] “নন্দনবাগান ব্রাহ্মসমাজে গিছলাম। তাদের উপাসনার পর বেদীতে বসে লেকচার দিলে।—লিখে এনেছে !—পড়বার সময় আবার চারদিকে চায় !—ধ্যান কচ্ছে, তা এক একবার আবার চায় ! “যে ঈশ্বর দর্শন করে নাই, তার উপদেশ ঠিক ঠিক হয় না। একটা কথা যদি ঠিক হলে, তো আর একটা গোলমেলে হয়ে যায় । , “সামাধ্যায়ী লেকচার দিলে। বলে,—ঈশ্বর বাক্য মনের অতীত— র্তাতে কোন রস নাই—তোমরা প্রেমভক্তিরূপ রস দিয়ে তার ভজন কর । ছাখো, শিলি রসস্বরূপ, আনন্দস্বরূপ, তাকে এইরূপ বলছে । এ লেকচারে কি হবে ? এতে কি লোকশিক্ষা হয় ?