পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1885, 27th October. イー - - চতুপ্ৰৰ্প ভাগ—ডলক্রিংশ খণ্ড । 乙事况 খামপুকুর বাটীতে নরেন্দ্র, মণি প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । [ অসুখ কেন । নরেন্দ্রের প্রতি সন্ন্যাসের উপদেশ । ] ঠাকুর শ্যামপুকুর বাটতে নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে বসিয়া আছেন । বেলা দশটা। আজ ২৭অক্টোবর ১৮৮৫, মঙ্গলবার, আশ্বিন কৃষ্ণ চতুর্থী, ১২ই কাৰ্ত্তিক। ২৬শে অক্টোবর, ১১ই কাৰ্ত্তিকের কথা ও ডাক্তার সরকারের সহিত বিচার, শ্ৰীকথামৃত প্রথম ভাগে প্রকাশিত হইয়াছে। ঠাকুর নরেন্দ্র, মণি প্রভৃতির সহিত কথা কহিতেছেন । নরেন্দ্র । ডাক্তার কাল কি করে গেল ! একজন ভক্ত । সূতোয় মাছ গিথেছিল, ছিড়ে গেল ! শ্রীরামকৃষ্ণ (সহস্তে )। বড়শি বেঁধা আছে, মরে ভেসে উঠবে। নরেন্দ্র একটু বাহিরে গেলেন, আবার আসিবেন । ঠাকুর মণির সহিত পূর্ণ সম্বন্ধে কথা কহিতেছেন— শ্রীরামকৃষ্ণ । তোমায় বলছি—এ সব জীবের শুনতে নাই— প্রকৃতিভাবে পুরুষকে (ঈশ্বরকে ) আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয়। মণি । নানা রকম খেলা—আপনার রোগ পর্য্যন্ত খেলার মধ্যে । এই রোগ হয়েছে বলে এখানে নূতন নূতন ভক্ত আসছে। শ্রীরামকৃষ্ণ (সহস্তে )। ভূপতি বলে, রোগ না হলে শুধু বাড়ী ভাড়া করলে লোকে কি ব’লত –আচ্ছ, ডাক্তারের কি হ’ল ? মণি । এদিকে দাস্ত মানা আছে—“আমি দাস তুমি প্রভু । আবার বলে—মানুষ উপমা আনো কেন ! ত্রীরামকৃষ্ণ । দেখলে । আজ কি আর তুমি তার কাছে যাবে ? মণি। খপর দিতে যদি হয়, তবে যাব। স্ত্রীরামকৃষ্ণ । বঙ্কিম ছেলেটি কেমন ? এখানে যদি আসতে না পারে, তুমি না হয় তারে সব বলবে।—চৈতন্য হবে।