পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২০ àääfooto [ 1885, 31st October. পিতৃব্যপুত্ৰ শ্ৰীযুক্ত হরিবল্লভ বস্তু ও বাটীর অন্যান্য সকলেই বৈষ্ণন । হরিবল্লভ কটকের প্রধান উকিল । পরমহংসদেবের কাছে বলরাম যাতায়াত করেন—বিশেষতঃ মেয়েদের লইয়া যান—শুনিয়া বিরক্ত হইয়াছেন । দেখা হইলে, বলরাম বলিয়াছিলেন, তুমি তাহাকে একবার দশন কর—তার পর যা হয় বোলে । আজ হরিবল্লভ আসিয়াছেন, তিনি ঠাকুরকে দর্শন করিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন । শ্রীরামকৃষ্ণ । কি করে ভাল হবে —আপনি কি দেখছে, শক্ত ব্যামো ? হরিবল্লভ। আজ্ঞ, ডাক্তারের বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ । মেয়ের পায়ের ধুলা লয়। তা ভাবি একরূপে তিনিই (ঈশ্বর ) ভিতরে আছেন—হিসাব আনি । হরিবল্লভ। আপনি সাধু। আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি ? শ্রীরামকৃষ্ণ । সে ধ্রুব, প্ৰহলাদ, নারদ, কপিল,— এর কেউ হলে হোতো । আমি কি ! আপনি আবার আসবেন । হরি। আজ্ঞা, আমাদের টানেই আস্বো—আপনি বলছেন কেন । হরিবল্লভ বিদায় লইবেন—প্রণাম করিতেছেন। পায়ের ধূলা লইতে যাইতেছেন—ঠাকুর পা সরাইয়া লইতেছেন। কিন্তু হরিবল্লভ ছাড়িলেন না—জোর করিয়া পায়ের ধূলা লইলেন। হরিবল্লভ গাত্রোথান করিলেন । ঠাকুর যেন তাহাকে খাতির করিবার জন্য দাড়াইলেন। বলিতেছেন,—“বলরাম অনেক দুঃখ করে। আমি মনে কল্লাম, একদিন যাই—গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি। তা আবার ভয় হয়। পাছে তোমরা বল, ‘একে কে আনলে ?” হরি। ও সব কথা কে বলেছে । আপনি কিছু ভাব বেন না । হরিবল্লভ চলিয়া গেলেন । ঐরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি) । ভক্তি আছে—ত না হলে জোর করে পায়ের ধূলা নিলে কেন ? “সেই যে তোমায় বলেছিলাম, ভাবে দেখলাম ডাক্তার ও আর এক জনকে’—এই সেই আর একজন ! তাই দেখে এসেছে !