পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b" শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [I 883, Ist January. “মন আসক্তি শূন্ত হইলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী। শুদ্ধ মনও যা শুদ্ধবুদ্ধিও ত,—শুদ্ধ আত্মাও তা । কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই । “র্তাকে কিন্তু লাভ করলে ধৰ্ম্মাধৰ্ম্মের পার হওয়া যায়। এই বলিয়৷ ঠাকুর সেই দেবছল ভকণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন । আয় মন বেড়াতে যাবি। কালী কল্পতরু মূলেরে, চারি ফল কুড়ায়ে পাবি ৷ প্রবৃত্তি নিবৃত্তি জায়া নিবৃত্তিরে সঙ্গে লবি ৷ বিবেক নামে তার বেটারে তত্ত্বকথা তায় সুধাবি ৷ চতুর্থ পরিচ্ছেদ । ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীরাধার ভাব । ঠাকুর দক্ষিণপূৰ্ব্ব বারাণ্ডায় আসিয়া বসিয়াছেন । প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন । হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন— “হাজরা একটী কম নয় । যদি এখানে বড় দরগা হয়, তবে হাজরা ছোট দরগা । ( সকলের হাস্য )। নবকুমার বারাণ্ডার দরজায় আসিয়া দাড়াইয়াছেন । ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন । ঠাকুর বলিতেছেন—“অহঙ্কারের মূৰ্ত্তি ? বেলা সাড়ে নটা হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন,—কলিকাতার বাটীতে ফিরিয়া যাইবেন । এক জন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন— १fनि--- নিত্যানন্দের জাহাজ এসেছে । তোরা পারে যাবি তো ধর এসে ৷ ছয় মানোয়ারি গোরা, তারা দেয় সদা পারা, বুক পিঠে তার ঢাল গাড় ঘেরা। তার সদর দুয়ার আলগা করে, রত্নমাণিক বিলাচ্ছে।